গোল ব্যর্থতায় পয়েন্ট হারাল মেসির মায়ামি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই সময়টা দারুণ কাটছে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির। ফ্লোরিডার হয়ে এখন পর্যন্ত নয় ম্যাচে ১০ গোল করেছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তবে মেজর লিগ সকারে প্রথম ম্যাচে গোলের দেখা পেলেও দ্বিতীয় ম্যাচে গোল পেলেন না লিওনেল মেসি। জিততে পারল না তার দলও। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে ন্যাশভিলের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে মেসির দল মায়ামি।

লিওনেল মেসি আর ইন্টার মায়ামি যেভাবে ছুটছিল, তাতে এটিকে রূপকথা ছাড়া অন্য কিছু বলার সাধ্য ছিল না। একের পর এক ম্যাচে নিজের ঝলক দেখিয়ে যাচ্ছিলেন মেসি। তাতে ইন্টার মায়ামিও ছুটছিল দুর্দান্ত গতিতে। লিগস কাপে শিরোপা, ইউএস ওপেন কাপের ফাইনাল সবমিলিয়ে শুরুটা ছিল দুর্দান্ত। সেই জয়ের ধারায় এবার লাগাম টেনে ধরল ন্যাশভিল।

দারুণ অ্যাটাকিং ফুটবল খেলেও গোলশূন্য ড্র দিয়েই ম্যাচ শেষ করতে হয়েছে তাদের। পুরো ম্যাচে বেশিরভাগ সময়েই লাগাম নিজেদের কাছেই রেখেছিল টাটা মার্টিনোর শিষ্যরা। কিন্তু ন্যাশভিল ছিল সতর্ক। কদিন আগেই লিগস কাপের ফাইনালে মায়ামির কাছে হেরেছিল তারা। সেবারেও অবশ্য ৯০ মিনিটের খেলা ড্রতেই শেষ হয়। এবারেও দেখা গেল তেমন ফল।

কিছুদিন আগেই এই ন্যাশভিলের বিপক্ষে গোল করে দলকে লিগস কাপের শিরোপা জিতিয়েছিলেন মেসি। তবে আজ লিগের ম্যাচে গোল করতে পারেননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ম্যাচে অবশ্য বেশকিছু সুযোগ পেয়েছেন মেসি। দুইটি ফ্রি কিকও নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। দ্বিতীয় ফ্রি কিকটি অবশ্য দেয়ালে বাধা পড়ে, তবে ৬০ মিনিটে নেওয়া মেসির প্রথম ফ্রি কিকটি আটকে দেন ন্যাশভিল গোলরক্ষক।
পুরো ম্যাচে ১৩টি শট নিয়েছে মায়ামি। বল দখলে ছিল ৬৯ শতাংশ সময়। এমনকি পাসও খেলেছে বিপক্ষ দলের প্রায় তিনগুণ। কিন্তু ন্যাশভিলের প্রতিরোধের দেয়ালের সামনে এসব পরিসংখ্যান একেবারেই কাজে আসেনি মায়ামির।

এই ড্রয়ের পর এমএলএসের প্লে-অফের খেলার আশা কার্যত শেষ হয়ে গেল মেসির ইন্টার মায়ামির। ইস্টার্ন কনফারেন্সে ২৪ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে তারা। প্লে-অফ খেলতে অন্তত নবম স্থানে যেতে হবে তাদের। নয়ে থাকা শিকাগো ২৬ ম্যাচে পেয়েছে ৩২ পয়েন্ট। আর সমান ম্যাচে ন্যাশভিলের সংগ্রহ ৩৯।

Tag :

Please Share This Post in Your Social Media

গোল ব্যর্থতায় পয়েন্ট হারাল মেসির মায়ামি

Update Time : ০১:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই সময়টা দারুণ কাটছে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির। ফ্লোরিডার হয়ে এখন পর্যন্ত নয় ম্যাচে ১০ গোল করেছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তবে মেজর লিগ সকারে প্রথম ম্যাচে গোলের দেখা পেলেও দ্বিতীয় ম্যাচে গোল পেলেন না লিওনেল মেসি। জিততে পারল না তার দলও। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে ন্যাশভিলের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে মেসির দল মায়ামি।

লিওনেল মেসি আর ইন্টার মায়ামি যেভাবে ছুটছিল, তাতে এটিকে রূপকথা ছাড়া অন্য কিছু বলার সাধ্য ছিল না। একের পর এক ম্যাচে নিজের ঝলক দেখিয়ে যাচ্ছিলেন মেসি। তাতে ইন্টার মায়ামিও ছুটছিল দুর্দান্ত গতিতে। লিগস কাপে শিরোপা, ইউএস ওপেন কাপের ফাইনাল সবমিলিয়ে শুরুটা ছিল দুর্দান্ত। সেই জয়ের ধারায় এবার লাগাম টেনে ধরল ন্যাশভিল।

দারুণ অ্যাটাকিং ফুটবল খেলেও গোলশূন্য ড্র দিয়েই ম্যাচ শেষ করতে হয়েছে তাদের। পুরো ম্যাচে বেশিরভাগ সময়েই লাগাম নিজেদের কাছেই রেখেছিল টাটা মার্টিনোর শিষ্যরা। কিন্তু ন্যাশভিল ছিল সতর্ক। কদিন আগেই লিগস কাপের ফাইনালে মায়ামির কাছে হেরেছিল তারা। সেবারেও অবশ্য ৯০ মিনিটের খেলা ড্রতেই শেষ হয়। এবারেও দেখা গেল তেমন ফল।

কিছুদিন আগেই এই ন্যাশভিলের বিপক্ষে গোল করে দলকে লিগস কাপের শিরোপা জিতিয়েছিলেন মেসি। তবে আজ লিগের ম্যাচে গোল করতে পারেননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ম্যাচে অবশ্য বেশকিছু সুযোগ পেয়েছেন মেসি। দুইটি ফ্রি কিকও নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। দ্বিতীয় ফ্রি কিকটি অবশ্য দেয়ালে বাধা পড়ে, তবে ৬০ মিনিটে নেওয়া মেসির প্রথম ফ্রি কিকটি আটকে দেন ন্যাশভিল গোলরক্ষক।
পুরো ম্যাচে ১৩টি শট নিয়েছে মায়ামি। বল দখলে ছিল ৬৯ শতাংশ সময়। এমনকি পাসও খেলেছে বিপক্ষ দলের প্রায় তিনগুণ। কিন্তু ন্যাশভিলের প্রতিরোধের দেয়ালের সামনে এসব পরিসংখ্যান একেবারেই কাজে আসেনি মায়ামির।

এই ড্রয়ের পর এমএলএসের প্লে-অফের খেলার আশা কার্যত শেষ হয়ে গেল মেসির ইন্টার মায়ামির। ইস্টার্ন কনফারেন্সে ২৪ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে তারা। প্লে-অফ খেলতে অন্তত নবম স্থানে যেতে হবে তাদের। নয়ে থাকা শিকাগো ২৬ ম্যাচে পেয়েছে ৩২ পয়েন্ট। আর সমান ম্যাচে ন্যাশভিলের সংগ্রহ ৩৯।