গাজায় শক্তিশালী বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় শক্তিশালী বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি নিহত
ইসরাইল-গাজা সীমান্তে এক শক্তিশালী বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি নাগরিক নিহত এবং কমপক্ষে ২৫জন আহত হয়েছে।

বুধবার ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাস্থ্য বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

২০০৫ সালে গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনাবাহিনী প্রত্যাহারের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা জানান, এদিন ইসরাইলি সেনারা আগে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে।

তাদের অভিযোগ, বিস্ফোরণের আগে ফিলিস্তিনের বিস্ফোরক প্রকৌশল ইউনিট একটি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলো। এসময় ইসরাইলি সেনারা সেখানে গুলি চালায়। এর পরপরই বিস্ফোরণ ঘটে।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী বিষয়টি অস্বীকার করে পাল্টা দাবি করেছে, বিক্ষোভকারীরা সীমান্ত লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করার চেষ্টা করছিল, সে সময় হতাহতের এ ঘটনা ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media

গাজায় শক্তিশালী বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি নিহত

Update Time : ০৭:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় শক্তিশালী বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি নিহত
ইসরাইল-গাজা সীমান্তে এক শক্তিশালী বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি নাগরিক নিহত এবং কমপক্ষে ২৫জন আহত হয়েছে।

বুধবার ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাস্থ্য বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

২০০৫ সালে গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনাবাহিনী প্রত্যাহারের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা জানান, এদিন ইসরাইলি সেনারা আগে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে।

তাদের অভিযোগ, বিস্ফোরণের আগে ফিলিস্তিনের বিস্ফোরক প্রকৌশল ইউনিট একটি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলো। এসময় ইসরাইলি সেনারা সেখানে গুলি চালায়। এর পরপরই বিস্ফোরণ ঘটে।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী বিষয়টি অস্বীকার করে পাল্টা দাবি করেছে, বিক্ষোভকারীরা সীমান্ত লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করার চেষ্টা করছিল, সে সময় হতাহতের এ ঘটনা ঘটে।