গাইবান্ধায় একই পরিবারের ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / ১৫২ Time View
গাইবান্ধা প্রতিনিধি:
রংপুর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বুধবার (১৪ এপ্রিল) সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চাপা দিলে একই পরিবারের চারজন নিহত হয়েছে। তারা সবাই অটোরিকশা যাত্রী ছিল। এতে আহত হয়েছে অটোরিকশাচালকসহ আরো ৩ জন।
.
ঘটনার দিন বিকেলে উপজেলার দরবস্ত কালিতলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রতক্ষদর্শীরা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা নামক স্থানে একটি মাল বোঝাই কাভার্ডভ্যান একটি আটো ভ্যানকে চাপা দিলে অটো দুমড়ে মুচড়ে যায়।
.
এ সময় অটোরিকশায় থাকা সাতজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গপুরের গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদ (২০) মারা যায়।
.
পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পার্শ্ববর্তী বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনিছুর রহমান (৩০) ও বগুড়া হাসপাতালে নেওয়ার পথে আনিছুর রহমানের মা রেহেনা বেগম (৪৫) এবং সন্ধ্যায় তার স্ত্রী রাজিয়া সুলাতানা (২৫)মারা যা। নিহত জাহিদ সম্পর্কে আনিছুরের শ্যালক।
.
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে।
.
নিহতদের পারিবার সূত্রে জানা যায়, নিহত আনিছুর রহমান মাস্টারের এক মাসের শিশু সন্তানের গত কয়েকদিন ধরে জ্বরে ভূগছিলেন। শিশুটিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে তারা সপরিবারে দুর্ঘটনার শিকার হন। এ দুর্ঘটনায় আহত শিশুটিও হাসপাতালে ভর্তি রয়েছে।

Please Share This Post in Your Social Media

গাইবান্ধায় একই পরিবারের ৪ জন নিহত

Update Time : ১২:০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
গাইবান্ধা প্রতিনিধি:
রংপুর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বুধবার (১৪ এপ্রিল) সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চাপা দিলে একই পরিবারের চারজন নিহত হয়েছে। তারা সবাই অটোরিকশা যাত্রী ছিল। এতে আহত হয়েছে অটোরিকশাচালকসহ আরো ৩ জন।
.
ঘটনার দিন বিকেলে উপজেলার দরবস্ত কালিতলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রতক্ষদর্শীরা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা নামক স্থানে একটি মাল বোঝাই কাভার্ডভ্যান একটি আটো ভ্যানকে চাপা দিলে অটো দুমড়ে মুচড়ে যায়।
.
এ সময় অটোরিকশায় থাকা সাতজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গপুরের গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদ (২০) মারা যায়।
.
পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পার্শ্ববর্তী বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনিছুর রহমান (৩০) ও বগুড়া হাসপাতালে নেওয়ার পথে আনিছুর রহমানের মা রেহেনা বেগম (৪৫) এবং সন্ধ্যায় তার স্ত্রী রাজিয়া সুলাতানা (২৫)মারা যা। নিহত জাহিদ সম্পর্কে আনিছুরের শ্যালক।
.
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে।
.
নিহতদের পারিবার সূত্রে জানা যায়, নিহত আনিছুর রহমান মাস্টারের এক মাসের শিশু সন্তানের গত কয়েকদিন ধরে জ্বরে ভূগছিলেন। শিশুটিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে তারা সপরিবারে দুর্ঘটনার শিকার হন। এ দুর্ঘটনায় আহত শিশুটিও হাসপাতালে ভর্তি রয়েছে।