গণঅনশনে ৭ কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ১১৬ Time View

নিজস্ব প্রতিবেদক

একদফা দাবি নিয়ে গণঅনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবিতে তারা রোববার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅনশন শুরু করে।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীদের মুখপাত্র মোখলেসুর রহমান রবিন। তিনি বলেন, পরীক্ষার ফলাফল প্রকাশ করতে ৮ থেকে ৯ মাস নেওয়া হয়। যা আমাদের শিক্ষাজীবনকে বিলম্বিত করছে। আমরা চাই ফলাফল প্রকাশে সময়সীমা তিন মাসে নামিয়ে আনা হোক।

শিক্ষার্থীদের মুখপাত্র বলেন, সামান্য সিজিপিএ শর্তের জন্য বিগত বর্ষের সকল বিষয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাই নির্ধারিত সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চাই।

একদফার এই দাবি না মানা হলে শিক্ষার্থীরা গণঅনশন চালিয়ে যাব বলে জানান তিনি।

এর আগে গত বুধবার (১৬ আগস্ট) একদফা দাবিতে রাজধানীর নীলক্ষেতে অবস্থান নিয়েছিলেন সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

গণঅনশনে ৭ কলেজের শিক্ষার্থীরা

Update Time : ০৫:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক

একদফা দাবি নিয়ে গণঅনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবিতে তারা রোববার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅনশন শুরু করে।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীদের মুখপাত্র মোখলেসুর রহমান রবিন। তিনি বলেন, পরীক্ষার ফলাফল প্রকাশ করতে ৮ থেকে ৯ মাস নেওয়া হয়। যা আমাদের শিক্ষাজীবনকে বিলম্বিত করছে। আমরা চাই ফলাফল প্রকাশে সময়সীমা তিন মাসে নামিয়ে আনা হোক।

শিক্ষার্থীদের মুখপাত্র বলেন, সামান্য সিজিপিএ শর্তের জন্য বিগত বর্ষের সকল বিষয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাই নির্ধারিত সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চাই।

একদফার এই দাবি না মানা হলে শিক্ষার্থীরা গণঅনশন চালিয়ে যাব বলে জানান তিনি।

এর আগে গত বুধবার (১৬ আগস্ট) একদফা দাবিতে রাজধানীর নীলক্ষেতে অবস্থান নিয়েছিলেন সাত কলেজের কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন।