খেলা-যোগ ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে ভারতের সিরিজ জয়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • / ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে ভারতের সিরিজ জয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ২০০ রানের জয় পেয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে ২-১ ব্যবধানে হার্দিকের নেতৃত্বে সিরিজ জিতেছে তারা।

আগে ব্যাট নেমে ওপেনার ইশান কিষাণ ও শুবমান গিলের ১৪৩ রানের জুটিতে শক্ত অবস্থান তৈরি করে ভারত। ইশান ৭৭ রানে আউট হওয়ার পরপর রুতুরাজ গায়কোয়াড় দ্রুত ফিরে যান প্যাভিলিয়নে। তবে সাঞ্জু স্যামসনকে নিয়ে শুবমানের আরেকটি চমৎকার জুটি।

দুজনেই হাফ সেঞ্চুরি উদযাপন করেন। স্যামসন ৪১ বলে দুই চার ও চার ছয়ে ৫১ রানে থামেন। শুবমানও তার পথে হাঁটেন, তার আগে ৮৫ রানের দারুণ ইনিংস খেলেন।

শেষ দিকে হার্দিক ও সূর্যকুমার যাদবের ছোট্ট তাণ্ডবে সাড়ে ৩০০ ছাড়ায় ভারতের স্কোর। হার্দিক ৫২ বলে চারটি চার ও পাঁচটি ছয়ে ৭০ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ষষ্ঠ উইকেটে ৬৫ রানের জুটি গড়ার পথে ৩৫ রান করেন সূর্য। ভারত ৫ উইকেটে করে ৩৫১ রান।

জবাব দিতে নেমে তিন ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায় উইন্ডিজ। অধিনায়ক শাই হোপকে নিজের চতুর্থ ওভারে তৃতীয় শিকার বানান মুকেশ কুমার। জয়দেব উনারকাট নিজের প্রথম ওভারে কিসি কার্টিকে আউট করেন। তাতে ১১তম ওভারে স্বাগতিকদের স্কোর ৪ উইকেটে ৩৫ রান।

পরের ধাক্কা দেন শার্দুল ঠাকুর। শিমরন হেটমায়ার ও রোমারিও শেফার্ডকে দ্রুত প্যাভিলিয়নে পাঠান তিনি। অ্যালিক অ্যাথানেজ (৩২), ইয়ানিক কারিয়াহ (১৯), আলজারি জোসেফ (২৬), গুডাকেশ মোটি (৩৯) অবদান না রাখলে উইন্ডিজের অবস্থা আরও খারাপ হতো। ৩৬তম ওভারে ১৫১ রানে অলআউট

Tag :

Please Share This Post in Your Social Media

খেলা-যোগ ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে ভারতের সিরিজ জয়

Update Time : ০৪:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে ভারতের সিরিজ জয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ২০০ রানের জয় পেয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে ২-১ ব্যবধানে হার্দিকের নেতৃত্বে সিরিজ জিতেছে তারা।

আগে ব্যাট নেমে ওপেনার ইশান কিষাণ ও শুবমান গিলের ১৪৩ রানের জুটিতে শক্ত অবস্থান তৈরি করে ভারত। ইশান ৭৭ রানে আউট হওয়ার পরপর রুতুরাজ গায়কোয়াড় দ্রুত ফিরে যান প্যাভিলিয়নে। তবে সাঞ্জু স্যামসনকে নিয়ে শুবমানের আরেকটি চমৎকার জুটি।

দুজনেই হাফ সেঞ্চুরি উদযাপন করেন। স্যামসন ৪১ বলে দুই চার ও চার ছয়ে ৫১ রানে থামেন। শুবমানও তার পথে হাঁটেন, তার আগে ৮৫ রানের দারুণ ইনিংস খেলেন।

শেষ দিকে হার্দিক ও সূর্যকুমার যাদবের ছোট্ট তাণ্ডবে সাড়ে ৩০০ ছাড়ায় ভারতের স্কোর। হার্দিক ৫২ বলে চারটি চার ও পাঁচটি ছয়ে ৭০ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ষষ্ঠ উইকেটে ৬৫ রানের জুটি গড়ার পথে ৩৫ রান করেন সূর্য। ভারত ৫ উইকেটে করে ৩৫১ রান।

জবাব দিতে নেমে তিন ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায় উইন্ডিজ। অধিনায়ক শাই হোপকে নিজের চতুর্থ ওভারে তৃতীয় শিকার বানান মুকেশ কুমার। জয়দেব উনারকাট নিজের প্রথম ওভারে কিসি কার্টিকে আউট করেন। তাতে ১১তম ওভারে স্বাগতিকদের স্কোর ৪ উইকেটে ৩৫ রান।

পরের ধাক্কা দেন শার্দুল ঠাকুর। শিমরন হেটমায়ার ও রোমারিও শেফার্ডকে দ্রুত প্যাভিলিয়নে পাঠান তিনি। অ্যালিক অ্যাথানেজ (৩২), ইয়ানিক কারিয়াহ (১৯), আলজারি জোসেফ (২৬), গুডাকেশ মোটি (৩৯) অবদান না রাখলে উইন্ডিজের অবস্থা আরও খারাপ হতো। ৩৬তম ওভারে ১৫১ রানে অলআউট