কুমিল্লায় ৭টি মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • / ১৩ Time View

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা

কুমিল্লা সদর দক্ষিণে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া।

কুমিল্লা সদর দক্ষিণ কোটবাড়ি ও আদর্শ সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি রামপুর এলাকার সেলিম মিয়ার ছেলে মোঃ খোরশেদ আলম(৩০) ও আদর্শ সদর উপজেলার বালুতুপা এলাকার জসিম উদ্দিনের ছেলে শিপু ওরফে শিল্পা (৩৭)।

জানা যায়, সংঘবদ্ধ এ চক্রটি কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে কৌশলে বিক্রি করে দিত । চক্রটি নতুন কেনা মোটরসাইকেল টার্গেট করত। সেগুলো চুরি করার পর সীমান্ত দিয়ে ভারতে পাচার করে দিত। বিভিন্ন তথ্য ভিত্তিতে সোমবার দিবাগত রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে মোট ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া বলেন, এই ঈদের পর থেকে আমাদের অভিযানে সর্বমোট ১০ টি মোটরসাইকেলসহ ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদ ২ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।সদর দক্ষিণে যত চোর চক্র থাকুক না কেনো তাদেরকে আইনের আওতায় আমি নিয়ে আসবই।

Tag :

Please Share This Post in Your Social Media

কুমিল্লায় ৭টি মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

Update Time : ০৯:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা

কুমিল্লা সদর দক্ষিণে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া।

কুমিল্লা সদর দক্ষিণ কোটবাড়ি ও আদর্শ সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি রামপুর এলাকার সেলিম মিয়ার ছেলে মোঃ খোরশেদ আলম(৩০) ও আদর্শ সদর উপজেলার বালুতুপা এলাকার জসিম উদ্দিনের ছেলে শিপু ওরফে শিল্পা (৩৭)।

জানা যায়, সংঘবদ্ধ এ চক্রটি কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে কৌশলে বিক্রি করে দিত । চক্রটি নতুন কেনা মোটরসাইকেল টার্গেট করত। সেগুলো চুরি করার পর সীমান্ত দিয়ে ভারতে পাচার করে দিত। বিভিন্ন তথ্য ভিত্তিতে সোমবার দিবাগত রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে মোট ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া বলেন, এই ঈদের পর থেকে আমাদের অভিযানে সর্বমোট ১০ টি মোটরসাইকেলসহ ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদ ২ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।সদর দক্ষিণে যত চোর চক্র থাকুক না কেনো তাদেরকে আইনের আওতায় আমি নিয়ে আসবই।