এবার রাজশাহীতে নুরের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • / ১৪৫ Time View
পাপ্পু কুমার:
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।
.
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার আর্জিতে তিনি বলেছেন, ভিপি নুর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও সরকারের সম্পর্কে মিথ্যা ও বানোয়াট মন্তব্য করছেন। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার উপক্রম হচ্ছে।
.
মামলার বাদী তৌরিদ আল মাসুদ রনি বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মনের হাতে এজাহারের কপি তুলে দেন। এ সময় নগর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
.
ওসি নিবারন চন্দ্র বলেন, দ্রুতই মামলার নথিপত্র ঢাকায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হবে। পাশাপাশি ভিপি নুর যে থানা এলাকায় থাকেন তাঁকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে সেই থানায় বার্তা পাঠানো হবে। পাশাপাশি তাঁরা নিজেরাও দ্রুত সময়ের মধ্যে নুরকে গ্রেপ্তারের চেষ্টা করবে।

Please Share This Post in Your Social Media

এবার রাজশাহীতে নুরের বিরুদ্ধে মামলা

Update Time : ১১:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
পাপ্পু কুমার:
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।
.
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার আর্জিতে তিনি বলেছেন, ভিপি নুর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও সরকারের সম্পর্কে মিথ্যা ও বানোয়াট মন্তব্য করছেন। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার উপক্রম হচ্ছে।
.
মামলার বাদী তৌরিদ আল মাসুদ রনি বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মনের হাতে এজাহারের কপি তুলে দেন। এ সময় নগর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
.
ওসি নিবারন চন্দ্র বলেন, দ্রুতই মামলার নথিপত্র ঢাকায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হবে। পাশাপাশি ভিপি নুর যে থানা এলাকায় থাকেন তাঁকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে সেই থানায় বার্তা পাঠানো হবে। পাশাপাশি তাঁরা নিজেরাও দ্রুত সময়ের মধ্যে নুরকে গ্রেপ্তারের চেষ্টা করবে।