এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • / ৩১ Time View

রেজা শাহীন :

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিএফডিসিতে হামলার শিকার হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক। গতকাল (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হামলায় ২৭ জনেরও বেশি সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে সাতজন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।
ঘটনার সূত্রপাত হয় একটা সাক্ষাৎকারকে কেন্দ্র করে। প্রথমে খল অভিনেতা শিবা শানু সাংবাদিকের গায়ে হাত তুলেন। পরবর্তীতে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো সহ অনেকেই সাংবাদিকদের উপর চড়াও হোন। একপর্যায়ে এফডিসির ফাইট ডিরেক্টরাও এ হামলায় অংশ নেন।
এরকম ন্যাক্করজনক ঘটনার নিন্দা জানিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। মারধরের ঘটনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। এই সময়ের ভেতরে সমাধান না হলে শিল্পী সমিতির সব ধরণের সংবাদ প্রচার থেকে বিরত থাকবেন বলেও জানিয়েছেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা

Update Time : ০২:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

রেজা শাহীন :

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিএফডিসিতে হামলার শিকার হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক। গতকাল (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হামলায় ২৭ জনেরও বেশি সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে সাতজন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।
ঘটনার সূত্রপাত হয় একটা সাক্ষাৎকারকে কেন্দ্র করে। প্রথমে খল অভিনেতা শিবা শানু সাংবাদিকের গায়ে হাত তুলেন। পরবর্তীতে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো সহ অনেকেই সাংবাদিকদের উপর চড়াও হোন। একপর্যায়ে এফডিসির ফাইট ডিরেক্টরাও এ হামলায় অংশ নেন।
এরকম ন্যাক্করজনক ঘটনার নিন্দা জানিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। মারধরের ঘটনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। এই সময়ের ভেতরে সমাধান না হলে শিল্পী সমিতির সব ধরণের সংবাদ প্রচার থেকে বিরত থাকবেন বলেও জানিয়েছেন তারা।