ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে নিহত বেড়ে ১০৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজার শাসক দল হামাসের গত ৭ অক্টোবরের প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে উপত্যকাটির পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরেও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা বুধবার জানায়, ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ১০৩ ফিলিস্তিনির। সর্বশেষ স্থানীয় সময় বুধবার সকালে পশ্চিম তীরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কালকিলিয়া শহরে এক হামলায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন ১৯ বছর বয়সী যুবক হামজা সায়েল তাহা।

এর আগে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর জেনিনে একই ধরনের হামলা চালায় ইসরায়েল, যাতে কমপক্ষে তিন ফিলিস্তিনি যুবক নিহত হন। এ ছাড়া মঙ্গলবার গভীর রাতে মৃত্যু হয় খালেদ সালাম ফুকাহা নামের ১৯ বছর বয়সী যুবকের, যিনি তুলকারেম শরণার্থী ক্যাম্পে কয়েক দিন আগে ইসরায়েলি হানায় গুরুতর আহত হয়েছিলেন।

হামাসের হামলার পর ৭ অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির অব্যাহত বোমাবর্ষণে গাজায় প্রাণ গেছে কমপক্ষে পাঁচ হাজার ৭৯১ ফিলিস্তিনির। অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় প্রাণ যায় এক হাজার চার শর বেশি ইসরায়েলির।

Tag :

Please Share This Post in Your Social Media

ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে নিহত বেড়ে ১০৩

Update Time : ১২:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজার শাসক দল হামাসের গত ৭ অক্টোবরের প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে উপত্যকাটির পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরেও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা বুধবার জানায়, ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ১০৩ ফিলিস্তিনির। সর্বশেষ স্থানীয় সময় বুধবার সকালে পশ্চিম তীরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কালকিলিয়া শহরে এক হামলায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন ১৯ বছর বয়সী যুবক হামজা সায়েল তাহা।

এর আগে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর জেনিনে একই ধরনের হামলা চালায় ইসরায়েল, যাতে কমপক্ষে তিন ফিলিস্তিনি যুবক নিহত হন। এ ছাড়া মঙ্গলবার গভীর রাতে মৃত্যু হয় খালেদ সালাম ফুকাহা নামের ১৯ বছর বয়সী যুবকের, যিনি তুলকারেম শরণার্থী ক্যাম্পে কয়েক দিন আগে ইসরায়েলি হানায় গুরুতর আহত হয়েছিলেন।

হামাসের হামলার পর ৭ অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির অব্যাহত বোমাবর্ষণে গাজায় প্রাণ গেছে কমপক্ষে পাঁচ হাজার ৭৯১ ফিলিস্তিনির। অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় প্রাণ যায় এক হাজার চার শর বেশি ইসরায়েলির।