আবারও প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৪৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
  • / ১৫৭ Time View

বিনোদন প্রতিবেদক: 

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বাসায় ফিরেছেন। তিনি বর্তমানে শুটিংয়ে ফেরার অপেক্ষায় আছেন।

এরই মধ্যে আজ আবারও আলোচনায় এলেন এক স্ট্যাটাসে। পরী দাবি করেছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আজ (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে স্ট্যাটাসে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন। রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ নয়। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।‘

তবে কি কারণে অনিরাপদ সে বিষয়ে কিছু বলেননি পরীমনি।

গত ৪ আগস্ট মাদকের মামলায় গ্রেফতার হন পরীমনি। ২৭ দিন আটক থাকার পর ১ সেপ্টেম্বর জামিনে ছাড়া পেয়েছেন তিনি। বর্তমানে বনানীতে নিজের বাড়িতেই অবস্থান করেছেন এই নায়িকা।

তবে এর আগেও গত জুলাই মাসে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এক দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। সেখানেও নিজেকে অনিরাপদ দাবি করে তার উপর নির্যাতন করা হয়েছে বলে জানান। সেই স্ট্যাটাসের সূত্র ধরে গ্রেফতার হন ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদ। পরে তিনি জামিনে ছাড়া পান।

Please Share This Post in Your Social Media

আবারও প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন পরীমনি

Update Time : ১২:৪৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১

বিনোদন প্রতিবেদক: 

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বাসায় ফিরেছেন। তিনি বর্তমানে শুটিংয়ে ফেরার অপেক্ষায় আছেন।

এরই মধ্যে আজ আবারও আলোচনায় এলেন এক স্ট্যাটাসে। পরী দাবি করেছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আজ (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে স্ট্যাটাসে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন। রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ নয়। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।‘

তবে কি কারণে অনিরাপদ সে বিষয়ে কিছু বলেননি পরীমনি।

গত ৪ আগস্ট মাদকের মামলায় গ্রেফতার হন পরীমনি। ২৭ দিন আটক থাকার পর ১ সেপ্টেম্বর জামিনে ছাড়া পেয়েছেন তিনি। বর্তমানে বনানীতে নিজের বাড়িতেই অবস্থান করেছেন এই নায়িকা।

তবে এর আগেও গত জুলাই মাসে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এক দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। সেখানেও নিজেকে অনিরাপদ দাবি করে তার উপর নির্যাতন করা হয়েছে বলে জানান। সেই স্ট্যাটাসের সূত্র ধরে গ্রেফতার হন ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদ। পরে তিনি জামিনে ছাড়া পান।