অ্যারিনা অব ভ্যালোর দক্ষিণ এশিয়া কোয়ালিফায়ারের আয়োজক বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:১৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • / ২১৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

দেশে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য ৭৫ লাখ টাকা মূল্যের বিশাল অংকের পুরস্কার সম্বলিত এক আন্তর্জাতিক মানের ই- স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে অ্যারিনা অব ভ্যালোর, বাংলাদেশ।

অ্যারিনা অব ভ্যালোর বিশ্বের জনপ্রিয় ব্যাটেল মোবাইল গেম। গেমটির নির্মাতা চীনের গেমিং কোম্পানি টিমি স্টুডও। টিমি স্টুডিও বিশ্বের বৃহত্তম ভিডিও গেম কোম্পানি টেনসেন্ট গেমসের সহযোগী প্রতিষ্ঠান। বাংলাদেশে যাত্রা শুরু করে ২০২১ সালের অক্টোবরে।

অ্যারিনা অব ভ্যালোর বাংলাদেশ, এদেশে সাউথ এশিয়া কোয়ালিফায়ার্স, ২০২২ এর আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশ এই প্রথম সাউথ এশিয়া পর্যায়ে এত বড় একটি বিখ্যাত ই-স্পোর্টস টুর্নামেন্টের আয়োজক হওয়ার সুযোগ অর্জন করেছে।

বহুল প্রতীক্ষিত এই গেমিং টুর্নামেন্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে www.aovsaesports.com ওয়েবসাইটে। যে কেউ অ্যারিনা অব ভ্যালোর ডাউনলোড করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ৭৫ লাখ টাকার বিশাল অংকের মোট পুরস্কারের জন্য এই ইভেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে বলে আশা করছেন আয়োজকরা।

টুর্নামেন্টটি আরো বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক করে তোলার উদ্দেশ্যে এটি প্রথমে ১১ মার্চ থেকে ২২ মার্চ তারিখ পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়া ও মিয়ানমারে অনুষ্ঠিত হবে। এই চারটি দেশ থেকে ৮টি দল বাছাই করা হবে, যারা চূড়ান্ত পর্যায়ে মার্চের ৩০ তারিখ হতে এপ্রিলের ১ তারিখ পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ল্যান ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতার বিজয়ী দল পরবর্তীতে বিদেশে এআইসি খেলার সুযোগ পাবে।

উল্লেখ্য, এ বছরের সেপ্টেম্বর মাসে চীনে এশিয়ান গেমস ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এতে অ্যারিনা অব ভ্যালোর একটি মেডেল ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হবে।

অ্যারিনা অব ভ্যালোর, বাংলাদেশের কান্ট্রি হেড কাজী আরাফাত হোসেন বলেন, এদেশে প্রথমবারের মতো সাউথ এশিয়া পর্যায়ে এত বড় একটি ই-স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। প্রবল প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টের ব্যাপারে সকলের মধ্যে খুবই আগ্রহ রয়েছে এবং আমরা এখানে বাংলাদেশের দলকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী।’

৭৫ লাখ টাকার বিশাল অংকের মোট পুরস্কারের মধ্যে ৩৫ লাখ টাকা আঞ্চলিক পর্যায়ের বিজয়ী দলগুলোকে পুরস্কার হিসেবে প্রদান করা হবে এবং বাকি ৪০ লাখ টাকা মূল্যমানের পুরস্কার চূড়ান্ত বিজয়ী দল লাভ করবে। আরো জানতে ভিজিট: www.facebook.com/ArenaofValorBD।

Tag :

Please Share This Post in Your Social Media

অ্যারিনা অব ভ্যালোর দক্ষিণ এশিয়া কোয়ালিফায়ারের আয়োজক বাংলাদেশ

Update Time : ১১:১৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

দেশে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য ৭৫ লাখ টাকা মূল্যের বিশাল অংকের পুরস্কার সম্বলিত এক আন্তর্জাতিক মানের ই- স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে অ্যারিনা অব ভ্যালোর, বাংলাদেশ।

অ্যারিনা অব ভ্যালোর বিশ্বের জনপ্রিয় ব্যাটেল মোবাইল গেম। গেমটির নির্মাতা চীনের গেমিং কোম্পানি টিমি স্টুডও। টিমি স্টুডিও বিশ্বের বৃহত্তম ভিডিও গেম কোম্পানি টেনসেন্ট গেমসের সহযোগী প্রতিষ্ঠান। বাংলাদেশে যাত্রা শুরু করে ২০২১ সালের অক্টোবরে।

অ্যারিনা অব ভ্যালোর বাংলাদেশ, এদেশে সাউথ এশিয়া কোয়ালিফায়ার্স, ২০২২ এর আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশ এই প্রথম সাউথ এশিয়া পর্যায়ে এত বড় একটি বিখ্যাত ই-স্পোর্টস টুর্নামেন্টের আয়োজক হওয়ার সুযোগ অর্জন করেছে।

বহুল প্রতীক্ষিত এই গেমিং টুর্নামেন্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে www.aovsaesports.com ওয়েবসাইটে। যে কেউ অ্যারিনা অব ভ্যালোর ডাউনলোড করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ৭৫ লাখ টাকার বিশাল অংকের মোট পুরস্কারের জন্য এই ইভেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে বলে আশা করছেন আয়োজকরা।

টুর্নামেন্টটি আরো বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক করে তোলার উদ্দেশ্যে এটি প্রথমে ১১ মার্চ থেকে ২২ মার্চ তারিখ পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়া ও মিয়ানমারে অনুষ্ঠিত হবে। এই চারটি দেশ থেকে ৮টি দল বাছাই করা হবে, যারা চূড়ান্ত পর্যায়ে মার্চের ৩০ তারিখ হতে এপ্রিলের ১ তারিখ পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ল্যান ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতার বিজয়ী দল পরবর্তীতে বিদেশে এআইসি খেলার সুযোগ পাবে।

উল্লেখ্য, এ বছরের সেপ্টেম্বর মাসে চীনে এশিয়ান গেমস ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এতে অ্যারিনা অব ভ্যালোর একটি মেডেল ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হবে।

অ্যারিনা অব ভ্যালোর, বাংলাদেশের কান্ট্রি হেড কাজী আরাফাত হোসেন বলেন, এদেশে প্রথমবারের মতো সাউথ এশিয়া পর্যায়ে এত বড় একটি ই-স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। প্রবল প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টের ব্যাপারে সকলের মধ্যে খুবই আগ্রহ রয়েছে এবং আমরা এখানে বাংলাদেশের দলকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী।’

৭৫ লাখ টাকার বিশাল অংকের মোট পুরস্কারের মধ্যে ৩৫ লাখ টাকা আঞ্চলিক পর্যায়ের বিজয়ী দলগুলোকে পুরস্কার হিসেবে প্রদান করা হবে এবং বাকি ৪০ লাখ টাকা মূল্যমানের পুরস্কার চূড়ান্ত বিজয়ী দল লাভ করবে। আরো জানতে ভিজিট: www.facebook.com/ArenaofValorBD।