অস্ত্রোপচার শেষে আইসিইউতে সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • / ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের অন্যতম কিংবদন্তি ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৯টার পর শুরু হওয়া অস্ত্রোপচার শেষ হয়েছে বিকেল ৪টার দিকে। ছয় ঘন্টার দীর্ঘ অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে রাখা হয়েছে আইসিইউতে। অস্ত্রোপচার শেষে শিগগিরই কাজী সালাউদ্দিন সুস্থ হবেন বলে আশাবাদী বাফুফে ও তার পরিবার।

এর আগে ১৬ ডিসেম্বর হৃৎযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়ায় সালাউদ্দিনের ওপেন হার্ট সার্জারি প্রয়োজন বলে জানা যায়। হাসপাতালে ১০ দিনের বেশি চিকিৎসাধীন থেকে রক্তচাপ, কাশিসহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণ এনে আজ সকালে সালাউদ্দিনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সকাল সাড়ে ৭টায় ফেডারেশন সভাপতিকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর ৯টার দিকে এনেস্থেসিয়া দেওয়া হয়, এর কিছুক্ষণ পর শুরু হয় অপারেশন। অত্যন্ত জটিল ও সংবেদনশীল অপারেশন শেষ হতে কয়েক ঘণ্টা সময় লেগেছে।

এর আগে ১৬ ডিসেম্বর তিনি বাফুফে ভবনে এসেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক উন্মোচনের জন্য। ফেডারেশন থেকে বাসায় ফিরেই অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। হৃদযন্ত্রে নানা পরীক্ষায় ব্লক ধরা পড়ে তার। পরে চিকিৎসকরা সালাউদ্দিনের বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন। কাশি ও অন্যান্য জটিলতার জন্য অপারেশন কয়েক দফা পেছায়। অবশেষে আজ সেই অপারেশন সম্পন্ন হয়েছে।

অপারেশন পরবর্তী সময়ে ৭০ বছর বয়সী কিংবদন্তি এই ক্রীড়া ব্যক্তিত্বের সংকটপূর্ণ অবস্থায় ফেডারেশন ও তার পরিবার দোয়াপ্রার্থী।

Tag :

Please Share This Post in Your Social Media

অস্ত্রোপচার শেষে আইসিইউতে সালাউদ্দিন

Update Time : ০৬:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের অন্যতম কিংবদন্তি ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৯টার পর শুরু হওয়া অস্ত্রোপচার শেষ হয়েছে বিকেল ৪টার দিকে। ছয় ঘন্টার দীর্ঘ অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে রাখা হয়েছে আইসিইউতে। অস্ত্রোপচার শেষে শিগগিরই কাজী সালাউদ্দিন সুস্থ হবেন বলে আশাবাদী বাফুফে ও তার পরিবার।

এর আগে ১৬ ডিসেম্বর হৃৎযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়ায় সালাউদ্দিনের ওপেন হার্ট সার্জারি প্রয়োজন বলে জানা যায়। হাসপাতালে ১০ দিনের বেশি চিকিৎসাধীন থেকে রক্তচাপ, কাশিসহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণ এনে আজ সকালে সালাউদ্দিনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সকাল সাড়ে ৭টায় ফেডারেশন সভাপতিকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর ৯টার দিকে এনেস্থেসিয়া দেওয়া হয়, এর কিছুক্ষণ পর শুরু হয় অপারেশন। অত্যন্ত জটিল ও সংবেদনশীল অপারেশন শেষ হতে কয়েক ঘণ্টা সময় লেগেছে।

এর আগে ১৬ ডিসেম্বর তিনি বাফুফে ভবনে এসেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক উন্মোচনের জন্য। ফেডারেশন থেকে বাসায় ফিরেই অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। হৃদযন্ত্রে নানা পরীক্ষায় ব্লক ধরা পড়ে তার। পরে চিকিৎসকরা সালাউদ্দিনের বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন। কাশি ও অন্যান্য জটিলতার জন্য অপারেশন কয়েক দফা পেছায়। অবশেষে আজ সেই অপারেশন সম্পন্ন হয়েছে।

অপারেশন পরবর্তী সময়ে ৭০ বছর বয়সী কিংবদন্তি এই ক্রীড়া ব্যক্তিত্বের সংকটপূর্ণ অবস্থায় ফেডারেশন ও তার পরিবার দোয়াপ্রার্থী।