অধিনায়কত্ব নিয়ে যা বললেন লিটন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • / ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে যাদের বিবেচনা করা হচ্ছে তাদের সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এমনটাও জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এদিকে অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন লিটন দাসও।

অধিনায়কত্ব নিয়ে চমক দেখার সুযোগ নেই বিসিবির। জালাল ইউনুস জানিয়েছেন সম্ভাব্য তালিকায় লিটন ছাড়াও নাম আছে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের। তাদের মধ্য থেকেই আপাতত এশিয়া কাপের জন্য অধিনায়ক বেছে নেবে বাংলাদেশ। তারপর বিশ্বকাপেও একই অধিনায়ক থাকবে কিনা সেটা জানিয়ে দেবে বিসিবি। তামিম ইকবাল আফগানিস্তান সিরিজের মাঝপথে নেতৃত্ব ছাড়ার পর সেই সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। সহ-অধিনায়ক থাকার কারণে তার নামটি অধিনায়কত্ব থেকে খুব একটা পিছিয়ে নেই।

দায়িত্ব পেলে সেটা লুফে নিতে প্রস্তুত আছেন লিটন নিজেও। তিনি বলেন, ‘দেখেন, এই জিনিসটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়তো এক-দুইদিনের ভেতরে নিউজটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে আপনার বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডের ইম্প্লোয়ির মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি। আমার কাছে মনে হয় এই জিনিসের জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দুয়েকদিনের ভেতর জিনিসগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দেই। আমি আমার শতভাগ দেয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করব।’

গত মাসেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন আকস্মিক অবসরের ঘোষণা দেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। যদিও প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর থেকে ফিরলেও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তিনি। ফলে বড় দুটি টুর্নামেন্টের আগে অধিনায়ক শূন্যতায় পড়তে হয়েছে বাংলাদেশকে।

Tag :

Please Share This Post in Your Social Media

অধিনায়কত্ব নিয়ে যা বললেন লিটন

Update Time : ০৬:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে যাদের বিবেচনা করা হচ্ছে তাদের সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এমনটাও জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এদিকে অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন লিটন দাসও।

অধিনায়কত্ব নিয়ে চমক দেখার সুযোগ নেই বিসিবির। জালাল ইউনুস জানিয়েছেন সম্ভাব্য তালিকায় লিটন ছাড়াও নাম আছে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের। তাদের মধ্য থেকেই আপাতত এশিয়া কাপের জন্য অধিনায়ক বেছে নেবে বাংলাদেশ। তারপর বিশ্বকাপেও একই অধিনায়ক থাকবে কিনা সেটা জানিয়ে দেবে বিসিবি। তামিম ইকবাল আফগানিস্তান সিরিজের মাঝপথে নেতৃত্ব ছাড়ার পর সেই সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। সহ-অধিনায়ক থাকার কারণে তার নামটি অধিনায়কত্ব থেকে খুব একটা পিছিয়ে নেই।

দায়িত্ব পেলে সেটা লুফে নিতে প্রস্তুত আছেন লিটন নিজেও। তিনি বলেন, ‘দেখেন, এই জিনিসটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়তো এক-দুইদিনের ভেতরে নিউজটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে আপনার বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডের ইম্প্লোয়ির মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি। আমার কাছে মনে হয় এই জিনিসের জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দুয়েকদিনের ভেতর জিনিসগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দেই। আমি আমার শতভাগ দেয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করব।’

গত মাসেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন আকস্মিক অবসরের ঘোষণা দেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। যদিও প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর থেকে ফিরলেও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তিনি। ফলে বড় দুটি টুর্নামেন্টের আগে অধিনায়ক শূন্যতায় পড়তে হয়েছে বাংলাদেশকে।