দিনের শুরুতেই জোড়া আঘাত খালেদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • / ১০৫ Time View

স্পোর্টস ডেস্কঃ

ডারবান টেস্টের প্রথম দিন শেষ করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ২৩৩ রান করে। দিন শেষে অপরাজিত থাকেন টেম্বা বাভুমা (৫৩) ও কাইল ভেরিয়েন্ন (২৭)। দুজনের থিতু জয়ে যাওয়া জুটিতে বাড়ছিল বাংলাদেশের বিপদ।

তবে দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ১২ রান যোগ করতেই জুটি ভেঙেছেন পেসার খালেদ আহমেদ। দ্বিতীয় দিনের ষষ্ঠতম ওভার করতে এসে দ্বিতীয় বলে এলবিডব্লুর ফাঁদে ফেলেন কাইল ভেরিয়েন্নেকে। ৮১ বলে ২৮ রান করা ভেরিয়েন্ন রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

পরের বলে আবারও খালেদের আঘাত। নতুন ব্যাটার উইয়ান মাল্ডার বুঝেই উঠতে পারেননি খালেদের বল। লাফিয়ে ওঠা বলটা খেলতে গিয়ে গালিতে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে তুলে দিয়ে বিদায় নেন রানের খাতা খোলার আগে।

খালেদের জোড়া উইকেটে দিনের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। গতকাল টাইগার কোচ রাসেল ডমিঙ্গোও বলেছিলেন, ৩২০ রানের মধ্যে প্রোটিয়াদের অল-আউট করতে।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪৫ রান। টেম্বা বাভুমা অপরাজিত রয়েছেন ৬৪ রানে, সঙ্গে রয়েছেন কেষব মহারাজ।

Tag :

Please Share This Post in Your Social Media

দিনের শুরুতেই জোড়া আঘাত খালেদের

Update Time : ০৪:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২

স্পোর্টস ডেস্কঃ

ডারবান টেস্টের প্রথম দিন শেষ করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ২৩৩ রান করে। দিন শেষে অপরাজিত থাকেন টেম্বা বাভুমা (৫৩) ও কাইল ভেরিয়েন্ন (২৭)। দুজনের থিতু জয়ে যাওয়া জুটিতে বাড়ছিল বাংলাদেশের বিপদ।

তবে দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ১২ রান যোগ করতেই জুটি ভেঙেছেন পেসার খালেদ আহমেদ। দ্বিতীয় দিনের ষষ্ঠতম ওভার করতে এসে দ্বিতীয় বলে এলবিডব্লুর ফাঁদে ফেলেন কাইল ভেরিয়েন্নেকে। ৮১ বলে ২৮ রান করা ভেরিয়েন্ন রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

পরের বলে আবারও খালেদের আঘাত। নতুন ব্যাটার উইয়ান মাল্ডার বুঝেই উঠতে পারেননি খালেদের বল। লাফিয়ে ওঠা বলটা খেলতে গিয়ে গালিতে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে তুলে দিয়ে বিদায় নেন রানের খাতা খোলার আগে।

খালেদের জোড়া উইকেটে দিনের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। গতকাল টাইগার কোচ রাসেল ডমিঙ্গোও বলেছিলেন, ৩২০ রানের মধ্যে প্রোটিয়াদের অল-আউট করতে।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪৫ রান। টেম্বা বাভুমা অপরাজিত রয়েছেন ৬৪ রানে, সঙ্গে রয়েছেন কেষব মহারাজ।