চুনারুঘাটে আদিবাসীদের জীবনযাত্রা পরিদর্শন করলেন ফ্রান্সিকা পেট্রিলিগিয়েরি

  • Update Time : ১২:১৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • / 266

লিটন মুন্ডা, চুনারুঘাট প্রতিনিধি:

বাংলাদেশ কারিতাস সক্ষমতা প্রকল্পের দাতা সংস্থা স্পেনের প্রতিনিধি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা টিপরা পাড়া এবং নালুয়া, আমু, চন্ডিছড়া চা বাগানে কারিতাস সক্ষমতা প্রকল্পের কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

নালুয়া চা বাগানে আগত স্পেন প্রতিনিধিকে চা শ্রমিক আদিবাসীরা এবং নালুয়া সঞ্চয় ও ঋণদান সমিতি সদস্যরা ব্যাপক উৎসবমুখর পরিবেশে স্বাগতম জানান।

এ সময় নালুয়া উন্নয়ন যুব সংঘ এবং সমিতির পক্ষ থেকে আদিবাসীদের জনপ্রিয় ঝুমুর নৃত্য পরিবেশন করা হয়।

No description available.

দাতা সংস্থা স্পেন প্রতিনিধি ফ্রান্সিকা পেট্রিলিগিয়েরি এর সাথে ছিলেন – কারিতাস বাংলাদেশের অর্থ ও প্রশাসন পরিচালক – যোয়াকিম গমেজ, কারিতাস বাংলাদেশের হেড অব ডি আই পি – ডেবিড হেমব্রোম, কারিতাস সিলেট অঞ্চল আঞ্চলিক পরিচালক – বনিফাস খংলা ও চয়ন চক্রবর্তী।

অতিথিদের কে নালুয়া চা বাগানে স্বাগতম জানাতে উপস্থিত ছিলেন নালুয়া সঞ্চয় ও ঋণদান সমিতির এবং পত্রকুঁড়ি ক্লাবের সভাপতি হরেন্দ্র উরাং, সমতির সেক্রেটারি ও আমুরোড হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক- রামেশ্বর ভূমিক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য-দেবদাস উরাং, সাংবাদিক লিটন মুন্ডা, কৃষকলীগের ওয়ার্ড সভাপতি -অভি মুন্ডা, চা শ্রমিক নেতা অনিল ঝরা, কমল ভূমিক, বাসুদেব ভূমিক,সুদর্শন রুদ্র পাল, জয়দেব ভূমিজ, সুমন ভুমিজ,দেবী মুন্ডা,লাখি রুদ্র পাল, গীতা রানী, সুকুমার ভূমিজ,কিশোর মুন্ডা ও সমিতি সদস্যবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media


চুনারুঘাটে আদিবাসীদের জীবনযাত্রা পরিদর্শন করলেন ফ্রান্সিকা পেট্রিলিগিয়েরি

Update Time : ১২:১৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১

লিটন মুন্ডা, চুনারুঘাট প্রতিনিধি:

বাংলাদেশ কারিতাস সক্ষমতা প্রকল্পের দাতা সংস্থা স্পেনের প্রতিনিধি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা টিপরা পাড়া এবং নালুয়া, আমু, চন্ডিছড়া চা বাগানে কারিতাস সক্ষমতা প্রকল্পের কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

নালুয়া চা বাগানে আগত স্পেন প্রতিনিধিকে চা শ্রমিক আদিবাসীরা এবং নালুয়া সঞ্চয় ও ঋণদান সমিতি সদস্যরা ব্যাপক উৎসবমুখর পরিবেশে স্বাগতম জানান।

এ সময় নালুয়া উন্নয়ন যুব সংঘ এবং সমিতির পক্ষ থেকে আদিবাসীদের জনপ্রিয় ঝুমুর নৃত্য পরিবেশন করা হয়।

No description available.

দাতা সংস্থা স্পেন প্রতিনিধি ফ্রান্সিকা পেট্রিলিগিয়েরি এর সাথে ছিলেন – কারিতাস বাংলাদেশের অর্থ ও প্রশাসন পরিচালক – যোয়াকিম গমেজ, কারিতাস বাংলাদেশের হেড অব ডি আই পি – ডেবিড হেমব্রোম, কারিতাস সিলেট অঞ্চল আঞ্চলিক পরিচালক – বনিফাস খংলা ও চয়ন চক্রবর্তী।

অতিথিদের কে নালুয়া চা বাগানে স্বাগতম জানাতে উপস্থিত ছিলেন নালুয়া সঞ্চয় ও ঋণদান সমিতির এবং পত্রকুঁড়ি ক্লাবের সভাপতি হরেন্দ্র উরাং, সমতির সেক্রেটারি ও আমুরোড হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক- রামেশ্বর ভূমিক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য-দেবদাস উরাং, সাংবাদিক লিটন মুন্ডা, কৃষকলীগের ওয়ার্ড সভাপতি -অভি মুন্ডা, চা শ্রমিক নেতা অনিল ঝরা, কমল ভূমিক, বাসুদেব ভূমিক,সুদর্শন রুদ্র পাল, জয়দেব ভূমিজ, সুমন ভুমিজ,দেবী মুন্ডা,লাখি রুদ্র পাল, গীতা রানী, সুকুমার ভূমিজ,কিশোর মুন্ডা ও সমিতি সদস্যবৃন্দ।