রোমাঞ্চকর ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

  • Update Time : ০১:১৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • / 171

স্পোর্টস ডেস্ক:

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্পেন।

ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর লড়াই স্পেন-সুইজারল্যান্ডের। নির্ধারিত ৯০ মিনিটে দুই দল ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটের লড়াইয়ে কোনও গোল না হওয়ায় পেনাল্টি শ্যুট আউটের স্নায়ু চাপের সামনে স্পেন-সুইজারল্যান্ড। সে চাপ সামলে জিতে যায় লুইস এনরিকের শিষ্যরা।

ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনালে রাশিয়ার সেন্টস পিটার্সবার্গে মুখোমুখি হয় স্পেন-সুইজারল্যান্ড। ম্যাচে গোল এসেছে একেবারেই শুরুতেই। ফেরান তোরেসের অ্যাটাক থেকে কর্ণার পেয়ে যায় স্পেইন।

লেফ্টব্যাক আলাবার ডিরেক্টে হিট সুইজারল্যান্ডের জাকারিয়ার পায়ে লেগে ঢুকে যায় ওদেরই জালে। মূল সময়ের ৭০ শতাংশ বলই ছিল স্পেনের দখলে। তাই মনে হচ্ছেলি, এই ১-০তেই শেষ হবে ম্যাচ। তবে ৬৮ মিনিটে চমক দেখায় সুইজারল্যান্ড।

লিভারপুল অ্যাটাকার জারদান শাকিরির গোলে ওরা ম্যাচে ফেরায় সমতা। ৭৭ মিনিটে বড় ধাক্কা খায় সুইসরা। জেরার্ড মোরেনোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রিউলার। এরপরই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

Please Share This Post in Your Social Media


রোমাঞ্চকর ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

Update Time : ০১:১৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১

স্পোর্টস ডেস্ক:

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্পেন।

ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর লড়াই স্পেন-সুইজারল্যান্ডের। নির্ধারিত ৯০ মিনিটে দুই দল ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটের লড়াইয়ে কোনও গোল না হওয়ায় পেনাল্টি শ্যুট আউটের স্নায়ু চাপের সামনে স্পেন-সুইজারল্যান্ড। সে চাপ সামলে জিতে যায় লুইস এনরিকের শিষ্যরা।

ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনালে রাশিয়ার সেন্টস পিটার্সবার্গে মুখোমুখি হয় স্পেন-সুইজারল্যান্ড। ম্যাচে গোল এসেছে একেবারেই শুরুতেই। ফেরান তোরেসের অ্যাটাক থেকে কর্ণার পেয়ে যায় স্পেইন।

লেফ্টব্যাক আলাবার ডিরেক্টে হিট সুইজারল্যান্ডের জাকারিয়ার পায়ে লেগে ঢুকে যায় ওদেরই জালে। মূল সময়ের ৭০ শতাংশ বলই ছিল স্পেনের দখলে। তাই মনে হচ্ছেলি, এই ১-০তেই শেষ হবে ম্যাচ। তবে ৬৮ মিনিটে চমক দেখায় সুইজারল্যান্ড।

লিভারপুল অ্যাটাকার জারদান শাকিরির গোলে ওরা ম্যাচে ফেরায় সমতা। ৭৭ মিনিটে বড় ধাক্কা খায় সুইসরা। জেরার্ড মোরেনোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রিউলার। এরপরই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।