জ্ঞান ফিরেছে এরিকসেনের, নেয়া হয়েছে হাসপাতালে
- Update Time : ১১:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / 202
স্পোর্টস ডেস্ক:
প্রাথমিকভাবে মনে হচ্ছিল, বড় কোনো দুর্ঘটনাই হয়তো ঘটে গেল ডেনমার্ক ও ফিনল্যান্ডের মধ্যকার ইউরো কাপের ম্যাচে। কেননা মাঠের মধ্যে নিথরভাবে আছড়ে পড়ে ছিলেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। মাঠের খেলোয়াড় ও দর্শকদের অভিব্যক্তিতে বোঝা যাচ্ছিল, অবস্থা বেশ গুরুতর। সবার চিন্তার মাঝেই মাঠ থেকে মিলেছে ইতিবাচক খবর।
.
স্ট্রেচারে করে মাঠ থেকে বাইরে নেয়ার সময়েই জ্ঞান ফিরেছে এরিকসেনের। তবে সতর্কতাস্বরুপ হাসপাতালে নেয়া হয়েছে ড্যানিশ মিডফিল্ডারকে।
.
আনুষ্ঠানিকভাবে এ খবর জানিয়েছে উয়েফা ও ডেনমার্ক ফুটবল এসোসিয়েশন। এদিকে এরিকসেনের জ্ঞান হারানোর ঘটনায় জরুরি ভিত্তিতে স্থগিত করা হয়েছিল ম্যাচ।
.
স্থগিত ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য জরুরি আলোচনায় বসেছে আয়োজক সংস্থা উয়েফা, দুই দলের প্রতিনিধি ও ম্যাচ অফিসিয়ালরা।
.
স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিট) ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে বলে জানিয়েছে উয়েফা। সবাইকে হতবিহ্বল করে দেয়া এ ঘটনা ম্যাচের ৪৩ মিনিটের সময়কার। ফিনল্যান্ডের আক্রমণভাগের সামনে একটি থ্রো-ইন পেয়েছিল ডেনমার্ক।
.
কাছাকাছি থাকায় এরিকসেনের উদ্দেশ্যেই থ্রো-ইনটি করেন সতীর্থ খেলোয়াড়। কিন্তু সেই বল আর রিসিভ করতে পারেননি এরিকসেন। থ্রো-ইন থেকে আসা বলটি গায়ে এসে লাগার আগেই জ্ঞান হারিয়ে নিথরভাবে মাটিতে আছড়ে পড়েন এরিকসেন।
.
সঙ্গে সঙ্গে মেডিকেল টিমকে ডাকেন ম্যাচের রেফারি ও তার সতীর্থ খেলোয়াড়রা। প্রাথমিকভাবে সিপিআর দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে মেডিকেল টিম। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। প্রায় দশ মিনিট ধরে সিপিআর ও অন্যান্য প্রাথমিক চিকিৎসা দেয়ার পরেও জ্ঞান ফেরেনি এরিকসেনের। তাই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।
.
মাঠ ছাড়ার সময় মুখে অক্সিজেন মাস্ক নিয়েই ওপরের দিকে তাকান এরিকসেন, হাত নেড়ে সাড়াও দেন। এরিকসেন মাঠের লুটিয়ে পড়ার ঘটনায় ডেনমার্কের খেলোয়াড় ও গ্যালারিতে থাকা দর্শকদের বেশিরভাগই কান্নায় ভেঙে পড়েন। এ জরুরি অবস্থার কারণে ম্যাচটি আর না চালানোর সিদ্ধান্ত নেয় আয়োজকরা।
.
মাঠের খেলা স্থগিত হওয়ার আগে হওয়া ৪৩ মিনিটে গোলশূন্য ছিল দুই দলই। তবে ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল ডেনমার্কেরই। কিন্তু এরিকসেনের জ্ঞান হারানোর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ডেনমার্ক শিবিরে।
Tag :
এরিকসেন