শুক্রবার সাকিব-মুশফিক দ্বৈরথ
- Update Time : ১০:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / 188
নিজস্ব প্রতিবেদক:
ঘরোয়া ক্রিকেটে মোহামেডান-আবাহনী ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, বাড়তি রোমাঞ্চ। সময়ের ব্যবধানে অবশ্য এই দ্বৈরথের জৌলুশ অনেকটাই কমে গেছে। তবে কিছুটা হলেও এর ঝাঁজ পাওয়া যায় মাঝে-মধ্যে। ক্রিকেটপ্রেমীদের সেটি উপহার দেওয়ার প্রত্যাশায় শুক্রবার দুপুরে মাঠে নামছে দুই ঐতিহ্যবাহী ক্লাব। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
মোহামেডান-আবাহনীর ম্যাচকে ঘিরে গত কিছুদিন ধরেই আলোচনা চলছে মিরপুরে। কে জিতবে রোমাঞ্চকর এই লড়াইয়ে? তবে গত এক যুগের লড়াইয়ে অনেক এগিয়ে আবাহনী। ২০০৭-০৮ মৌসুম থেকে ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত ২০টি ম্যাচ খেলেছে দুই দল। সবগুলো ম্যাচেই আধিপত্য বিস্তার করেছে আবাহনী। মোহামেডানের ৫ জয়ের বিপরীতে আবাহনীর জয় ১৫টিতে।
ঢাকা লিগে সর্বশেষ দুই ম্যাচেও মোহামেডান হেরেছিল। শিরোপাধারীরা মোহামেডানকে প্রথম মুখোমুখিতে ৬ উইকেটে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে আবাহনী জয় পায় ৪৫ রানে। মোহামেডান সর্বশেষ জিতেছিল ২০১৫-১৬ মৌসুমে। ম্যাচটিতে আবাহনীর বিপক্ষে ৮ রানের জয় পায় তারা। মিরপুরে অনুষ্ঠিত ওই ম্যাচে আবাহনীকে প্রথমে ১৮৩ রানে আটকে দেয় মোহামেডান। পরবর্তীতে উপুল থারাঙ্গার ৭৭ ও এজাজ আহমেদের ৪২ রানে জয় পায় তারা।
এবারের লিগেও মোহামেডানের চেয়ে পারফরম্যান্সে এগিয়ে আবাহনী। ৬ ম্যাচের ৫টি জিতে মুশফিকের আবাহনী পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। আবাহনীর সবচেয়ে বড় শক্তি মুশফিকের ফর্ম। বৃহস্পতিবার নিচের ব্যাটসম্যানদের সুযোগ দিতে নিজে ব্যাটিং করেননি। মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, নাজমুল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, আমিনুর ইসলাম বিপ্লবদের নিয়ে শক্তিশালী দল তাদের।
অন্যদিকে ৬ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগের ৬ষ্ঠ স্থানে থাকা মোহামেডানের সবচেয়ে বড় দুশ্চিন্তা সাকিব আল হাসানের ফর্মহীনতা। এর ওপর মাহমুদুল হাসান, পারভেজ হোসেন ইমন, শামসুর রহমান, রকিবুল হাসান, ইরফান শুক্কুর, শুভাগত হোম, আবু জায়েদ রাহী, ইয়াসির আরাফাত, আবু হায়দার রনিদের নিয়ে মাঝারি মানের দল গড়েছে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির। তাই ব্যাটসম্যানদের ব্যর্থতা, দলের অধিনায়ক সাকিব আল হাসানের ফর্মহীনতায় পথ খুঁজে পাচ্ছে না দলটি।
সবমিলিয়ে আত্মবিশ্বাসী আবাহনীর সঙ্গে তারা কতটুকু লড়াই করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। তবে ঐতিহ্যগত কারণে আবাহনী-মোহামেডানের ম্যাচটিতে জমজমাট লড়াইয়েরই আশা করাই যায়!