আবার জাতীয় দলে ফিরতে চান সাইফুদ্দিন

  • Update Time : ০৬:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • / 149

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিশ্বকাপ দলে একজন পেস অলরাউন্ডারের অভাব আছে। সাইফউদ্দিন হতে পারতেন সেই পেস অলরাউন্ডার। তবে বেশ কিছুদিন যাবত ইনজুরিতে ভুগছেন জাতীয় দলের পেস বোলিং আলরাউন্ডার মোহাম্মাদ সাইফুদ্দিন। বিশ্বকাপ দলেও তার ঠাঁই হয়নি। তবে ঢাকার উত্তরায় ‘স্ন্যাপস্টোর’ নামক একটি রিসেলার ব্র্যান্ড শপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাইফুদ্দিন সবাইকে বিশ্বকাপে বাংলাদেশ দলকে সমর্থনের আহ্বান জানিয়েছেন।

বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালকে বাদ দেওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সমর্থকরা ক্ষুব্ধ। তাদের প্রতি অনুরোধ জানিয়ে সাইফুদ্দিন বলেন, ‘যেই ১৫ জন বিশ্বকাপ খেলতে গিয়েছে, আমাদের উচিত তাদের সাপোর্ট করা। এখন আর সেই সময় নেই যে এদের নিয়ে আমরা নেতিবাচক কিছু বলব।’ নিজের ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ’এই বিশ্বকাপের পরে জাতীয় দলের আরও শিডিউল আছে। টি-২০ বিশ্বকাপও সামনে আছে। এখন আমি নিজেকে গুছিয়ে নিচ্ছি। সামনের দিকে তাকিয়ে আছি। নিশ্চয়ই পারফর্ম করলে আমার সুযোগ আসবে সামনের খেলাগুলোতে দলে ভিড়ার। আমি চেষ্টা করব ভালো কিছু করার এবং দলে ফেরার।’

Tag :

Please Share This Post in Your Social Media


আবার জাতীয় দলে ফিরতে চান সাইফুদ্দিন

Update Time : ০৬:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিশ্বকাপ দলে একজন পেস অলরাউন্ডারের অভাব আছে। সাইফউদ্দিন হতে পারতেন সেই পেস অলরাউন্ডার। তবে বেশ কিছুদিন যাবত ইনজুরিতে ভুগছেন জাতীয় দলের পেস বোলিং আলরাউন্ডার মোহাম্মাদ সাইফুদ্দিন। বিশ্বকাপ দলেও তার ঠাঁই হয়নি। তবে ঢাকার উত্তরায় ‘স্ন্যাপস্টোর’ নামক একটি রিসেলার ব্র্যান্ড শপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাইফুদ্দিন সবাইকে বিশ্বকাপে বাংলাদেশ দলকে সমর্থনের আহ্বান জানিয়েছেন।

বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালকে বাদ দেওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সমর্থকরা ক্ষুব্ধ। তাদের প্রতি অনুরোধ জানিয়ে সাইফুদ্দিন বলেন, ‘যেই ১৫ জন বিশ্বকাপ খেলতে গিয়েছে, আমাদের উচিত তাদের সাপোর্ট করা। এখন আর সেই সময় নেই যে এদের নিয়ে আমরা নেতিবাচক কিছু বলব।’ নিজের ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ’এই বিশ্বকাপের পরে জাতীয় দলের আরও শিডিউল আছে। টি-২০ বিশ্বকাপও সামনে আছে। এখন আমি নিজেকে গুছিয়ে নিচ্ছি। সামনের দিকে তাকিয়ে আছি। নিশ্চয়ই পারফর্ম করলে আমার সুযোগ আসবে সামনের খেলাগুলোতে দলে ভিড়ার। আমি চেষ্টা করব ভালো কিছু করার এবং দলে ফেরার।’