লুইস সুয়ারেজের ঐতিহাসিক হ্যাটট্রিক

  • Update Time : ০১:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • / 155

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় ঐতিহাসিক এক হ্যাটট্রিক তুলে নিয়েছেন লুইস সুয়ারেজ। গ্রানাডার বিপক্ষে মাত্র ৫ মিনিট ২৫ সেকেন্ড ব্যবধানে গোল তিনটি করেন আলমেরিয়ার এই কলম্বিয়ান স্ট্রাইকার। তার হ্যাটট্রিকের দিনে ঘরের মাঠে লা লিগার ম্যাচটি ড্র করেছে আলমেরিয়া।

রোববার (১ অক্টোবর) লা লিগায় লুইজ সুয়ারেজের হ্যাটট্রিকে গ্রানাডার প্রথমার্ধে ৩-০ তে এগিয়ে গিয়েও ৩-৩ গোলে ড্র করেছে আলমেরিয়া। লা লিগার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রের্কডটি মাত্র ৫ সেকেন্ডের জন্য সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিকের রেকর্ডটি সামান্যর জন্য ভাঙতে পারেননি তিনি।

সাবেক ক্লাব গ্রানাডার বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে প্রথম গোলটি করেন সুয়ারেজ। ৩ মিনিট পর আবারও বল জালে জড়ান এই কলম্বিয়ান ফরোয়ার্ড। ২-০ তে এগিয়ে থাকার রেশ কাটতে না কাটতেই ১ মিনিটের ব্যবধানে নিজের ও দলীয় তৃতীয় গোলটি করেন সুয়ারেজ। সেই সঙ্গে ৫ মিনিট ২৫ সেকেন্ডের ব্যবধানে লা লিগার দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন তিনি। তার তিনটি গোলের অ্যাসিস্ট করেছেন বেলজিয়ান তারকা রামাজানি।

সুয়ারেজের দুর্দান্ত নৈপুণ্যের পরও জিততে পারেনি আলমেরিয়া। বিরতি থেকে ফিরে এসে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। ম্যাচের ৬৬ ও ৭০ মিনিটে দুটি গোল করেন জারগোজা ও সানচেজ। তখনও ম্যাচের রোমাঞ্চ বাকি ছিল। কারণ ৮৬ মিনিটে গ্রানাডার আলবেনিয়ান ফরোয়ার্ড মির্তো উজুনি তৃতীয় গোলটি ৩-৩ সমতা আনেন।

Tag :

Please Share This Post in Your Social Media


লুইস সুয়ারেজের ঐতিহাসিক হ্যাটট্রিক

Update Time : ০১:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় ঐতিহাসিক এক হ্যাটট্রিক তুলে নিয়েছেন লুইস সুয়ারেজ। গ্রানাডার বিপক্ষে মাত্র ৫ মিনিট ২৫ সেকেন্ড ব্যবধানে গোল তিনটি করেন আলমেরিয়ার এই কলম্বিয়ান স্ট্রাইকার। তার হ্যাটট্রিকের দিনে ঘরের মাঠে লা লিগার ম্যাচটি ড্র করেছে আলমেরিয়া।

রোববার (১ অক্টোবর) লা লিগায় লুইজ সুয়ারেজের হ্যাটট্রিকে গ্রানাডার প্রথমার্ধে ৩-০ তে এগিয়ে গিয়েও ৩-৩ গোলে ড্র করেছে আলমেরিয়া। লা লিগার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রের্কডটি মাত্র ৫ সেকেন্ডের জন্য সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিকের রেকর্ডটি সামান্যর জন্য ভাঙতে পারেননি তিনি।

সাবেক ক্লাব গ্রানাডার বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে প্রথম গোলটি করেন সুয়ারেজ। ৩ মিনিট পর আবারও বল জালে জড়ান এই কলম্বিয়ান ফরোয়ার্ড। ২-০ তে এগিয়ে থাকার রেশ কাটতে না কাটতেই ১ মিনিটের ব্যবধানে নিজের ও দলীয় তৃতীয় গোলটি করেন সুয়ারেজ। সেই সঙ্গে ৫ মিনিট ২৫ সেকেন্ডের ব্যবধানে লা লিগার দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন তিনি। তার তিনটি গোলের অ্যাসিস্ট করেছেন বেলজিয়ান তারকা রামাজানি।

সুয়ারেজের দুর্দান্ত নৈপুণ্যের পরও জিততে পারেনি আলমেরিয়া। বিরতি থেকে ফিরে এসে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। ম্যাচের ৬৬ ও ৭০ মিনিটে দুটি গোল করেন জারগোজা ও সানচেজ। তখনও ম্যাচের রোমাঞ্চ বাকি ছিল। কারণ ৮৬ মিনিটে গ্রানাডার আলবেনিয়ান ফরোয়ার্ড মির্তো উজুনি তৃতীয় গোলটি ৩-৩ সমতা আনেন।