ভারতের কাছে ১০ গোলে হারল পাকিস্তান
- Update Time : ০২:৪৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / 153
স্পোর্টস ডেস্ক
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই ছাপিয়ে যার ঢেউ আছড়ে পড়ে দর্শকদের মধ্যেও। এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে লজ্জার এক হারের দেখা পেয়েছে এশিয়াডের সবচেয়ে সফল দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের জালে দশটি গোল দিয়েছে ভারত।
শনিবার (৩০ সেপ্টেম্বর) এশিয়ান গেমস হকিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০-২ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভারত। প্রথমবার তাদের জালে ১০ গোল দেওয়ার রেকর্ড গড়ল ভারতীয়রা। অধিনায়ক জারমানপ্রীত সিং হ্যাটট্রিকসহ চারটি গোল করেন।
এশিয়ান গেমস হকির গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ম্যাচের ৮ মিনিটের মাথায় পাকিস্তানের গোলপোস্টে প্রথম গোল করেন ভারত অধিনায়ক মানদীপ সিং। প্রথম কোয়ার্টারে ২-০ গোলে লিড নেয় ভারত। ম্যাচের ৩৪ মিনিটের মধ্যে ৬-০ গোলে এগিয়ে যায় ভারত। ৫৩ মিনিটের মধ্যেই পাকিস্তানের জালে ১০টি গোল করে ভারত। দলের পক্ষে দশম গোলটি করেন বরুণ কুমার।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে চারটি গোল দেন অধিনায়ক হরমনপ্রীত। দুটি গোল বরুণ কুমারের। একটি কর গোল করেন ললিত উপাধ্যায়, সমশের সিংহ, সুমিত ও মনদীপ সিংহ।