সাকিব-হৃদয়কে হারিয়ে চাপে বাংলাদেশ

  • Update Time : ০৭:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • / 112

স্পোর্টস ডেস্ক

এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপে বাংলাদেশের শেষ ম্যাচ আজ। আগেই বিদায় নিশ্চিত হওয়ায় ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল নিয়ম রক্ষার। টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তুলেন অধিনায়ক সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের শতরানের জুটি। তবে দ্রুতই সাকিব ও হৃদয়ের বিদায়ে আবার চাপে পড়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৮ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। পরে প্রথমে মিরাজ এবং পরে হৃদয়কে নিয়ে দলের বিপর্যয় সামাল দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মিরাজ আউট হলেও হৃদয়ের সাথে ১০০ রানের জুটি বাংলাদেশকে লড়াকু সংগ্রহের স্বপ্ন দেখায়। পথিমধ্যে নিজের ৫৫তম ফিফটি তুলে নেন সাকিব। ভক্তদের সেঞ্চুরিরও স্বপ্ন দেখাচ্ছিলেন তবে ৮০ রানের মাথায় শার্দল ঠাকুরের বলে আউট হয়ে ফিরে যান সাকিব।

তখনও ক্রিজে ছিলেন হৃদয়। তবে শামিম আউট হওয়ার পর তিনিও বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৮১ বলে ৫৪ রান করে শামির বলে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। ১৯৩ রানে ৭ উইকেট থেকে বাংলাদেশের সংগ্রহ ২০০ পার হয়েছে দুই টেলএন্ডার নাসুম ও মাহেদীর ব্যাটে।

Tag :

Please Share This Post in Your Social Media


সাকিব-হৃদয়কে হারিয়ে চাপে বাংলাদেশ

Update Time : ০৭:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপে বাংলাদেশের শেষ ম্যাচ আজ। আগেই বিদায় নিশ্চিত হওয়ায় ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল নিয়ম রক্ষার। টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তুলেন অধিনায়ক সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের শতরানের জুটি। তবে দ্রুতই সাকিব ও হৃদয়ের বিদায়ে আবার চাপে পড়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৮ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। পরে প্রথমে মিরাজ এবং পরে হৃদয়কে নিয়ে দলের বিপর্যয় সামাল দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মিরাজ আউট হলেও হৃদয়ের সাথে ১০০ রানের জুটি বাংলাদেশকে লড়াকু সংগ্রহের স্বপ্ন দেখায়। পথিমধ্যে নিজের ৫৫তম ফিফটি তুলে নেন সাকিব। ভক্তদের সেঞ্চুরিরও স্বপ্ন দেখাচ্ছিলেন তবে ৮০ রানের মাথায় শার্দল ঠাকুরের বলে আউট হয়ে ফিরে যান সাকিব।

তখনও ক্রিজে ছিলেন হৃদয়। তবে শামিম আউট হওয়ার পর তিনিও বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৮১ বলে ৫৪ রান করে শামির বলে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। ১৯৩ রানে ৭ উইকেট থেকে বাংলাদেশের সংগ্রহ ২০০ পার হয়েছে দুই টেলএন্ডার নাসুম ও মাহেদীর ব্যাটে।