আলকারাজকে হারিয়ে উইম্বলডনের মধুর প্রতিশোধ জোকোভিচের

  • Update Time : ১২:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / 99

স্পোর্টস ডেস্ক

গত জুলাই মাসে উইম্বলডনের ফাইনালে তরুণ টেনিস তারকা কার্লোস আলকারাজের কাছে হেরে শিরোপা গ্র্যান্ড স্লাম হারিয়েছিলেন নোভাক জোকোভিচ। তবে সিনসিনাটি মাস্টার্স ওপেনের ফাইনালে স্প্যানিশ তারকাকে হারিয়ে উম্বলডনে হারার মধুর এক প্রতিশোধ নিয়েছেন ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ।

রোববার (২০ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রে এটিপি টুর্নামেন্টের ফাইনালে আলকারাজকে হারিয়ে শিরোপা জেতেন সার্বিয়ান জকোভিচ।

ওহিও রাজ্যের লিন্ডনার ফ্যামিলি টেনিস সেন্টার অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত ৫-৭, ৭-৬ (৭), ৭-৬ (৪) সেটে জেতেন জোকোভিচ। প্রায় চার ঘণ্টাব্যাপী হাড্ডাহাড্ডি লড়াই করেন আলকারেজ-জোকোভিচ। তবে শেষ পর্যন্ত জয় হয়েছে সার্বিয়ান তারকার। ম্যাচ জয়ের পর নিজের জার্সি ছিঁড়ে বুনো উল্লাস করনে ৩৬ বছর বয়সী টেনিস তারকা। এমন বাঁধভাঙা উদযাপনই বুঝিয়ে দিচ্ছিল উম্বলডনের বদলা নিতে কতটা উদগ্রীব ছিলেন জোকোভিচ।

আগামী ২৮ আগস্ট শুরু হবে এবারের ইউএস ওপেন গ্র্যান্ড স্লাম। ২০২১ ও ২০২২ সালে করোনা ভ্যাকসিন না নেওয়ায় এই আসরে খেলতে পারেননি জকোভিচ। তবে এ বছরে খেলতে বাঁধা নেই এই সার্বিয়ানের। আরও একটি গ্র্যান্ড স্লাম জয়ের মধ্য দিয়েই বছর শেষ করতে চাইবেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। তারই প্রস্তুতি হিসেবে সিনসিনাটি মাস্টার্স ওপেন কি দারুণভাবেই না প্রস্তুতিটা সারলেন জোকোভিচ!

Tag :

Please Share This Post in Your Social Media


আলকারাজকে হারিয়ে উইম্বলডনের মধুর প্রতিশোধ জোকোভিচের

Update Time : ১২:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

গত জুলাই মাসে উইম্বলডনের ফাইনালে তরুণ টেনিস তারকা কার্লোস আলকারাজের কাছে হেরে শিরোপা গ্র্যান্ড স্লাম হারিয়েছিলেন নোভাক জোকোভিচ। তবে সিনসিনাটি মাস্টার্স ওপেনের ফাইনালে স্প্যানিশ তারকাকে হারিয়ে উম্বলডনে হারার মধুর এক প্রতিশোধ নিয়েছেন ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ।

রোববার (২০ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রে এটিপি টুর্নামেন্টের ফাইনালে আলকারাজকে হারিয়ে শিরোপা জেতেন সার্বিয়ান জকোভিচ।

ওহিও রাজ্যের লিন্ডনার ফ্যামিলি টেনিস সেন্টার অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত ৫-৭, ৭-৬ (৭), ৭-৬ (৪) সেটে জেতেন জোকোভিচ। প্রায় চার ঘণ্টাব্যাপী হাড্ডাহাড্ডি লড়াই করেন আলকারেজ-জোকোভিচ। তবে শেষ পর্যন্ত জয় হয়েছে সার্বিয়ান তারকার। ম্যাচ জয়ের পর নিজের জার্সি ছিঁড়ে বুনো উল্লাস করনে ৩৬ বছর বয়সী টেনিস তারকা। এমন বাঁধভাঙা উদযাপনই বুঝিয়ে দিচ্ছিল উম্বলডনের বদলা নিতে কতটা উদগ্রীব ছিলেন জোকোভিচ।

আগামী ২৮ আগস্ট শুরু হবে এবারের ইউএস ওপেন গ্র্যান্ড স্লাম। ২০২১ ও ২০২২ সালে করোনা ভ্যাকসিন না নেওয়ায় এই আসরে খেলতে পারেননি জকোভিচ। তবে এ বছরে খেলতে বাঁধা নেই এই সার্বিয়ানের। আরও একটি গ্র্যান্ড স্লাম জয়ের মধ্য দিয়েই বছর শেষ করতে চাইবেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। তারই প্রস্তুতি হিসেবে সিনসিনাটি মাস্টার্স ওপেন কি দারুণভাবেই না প্রস্তুতিটা সারলেন জোকোভিচ!