ভারতকে হারিয়ে ক্যারিবীয়দের সিরিজ জয়
- Update Time : ০৭:০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / 142
স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ড লডারহিলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ভারতের করা ১৬৫ রান উইন্ডিজ ছাড়িয়ে গেছে ৮ উইকেট এবং ১২ বল বাকি থাকতেই।
আজকের ম্যাচে ভারতের সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম দুই ম্যাচে হেরেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড করতে পারেনি কোনো দলই। সেই গল্পের দেখা মিলল না আজও। পঞ্চম টি-টোয়েন্টিতে ভারত হেরে যাওয়ায় ক্যারিবীয়রা হোম সিরিজটা জিতল ৩-২ ব্যবধানে।
গায়ানার প্রভিডেন্স ও যুক্তরাষ্ট্রের লডারহিলে সিরিজের তৃতীয় এবং চতুর্থ টি-টোয়েন্টিতে জয়ে সিরিজে সমতায় ফেরা ভারত আজ প্রথমে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। যেখানে সবচেয়ে বড় অবদান টি-টোয়েন্টির সেরা ব্যাটার সূর্যকুমার যাদবের। তিনে নেমে ৪৫ বলে ৬১ রান করেছেন। মেরেছেন ৪টি চার ও ৩টি ছক্কা।
৪৯ রানের তৃতীয় উইকেট জুটিতে সূর্যের সঙ্গী তিলক ভর্মা করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান। ২টি ছক্কা মেরেছেন এই সিরিজেই ভারতের জার্সিতে প্রথম খেলা ২০ বছর বয়সী ব্যাটার।
সূর্যকুমার ও তিলক জুটি বাঁধেন তৃতীয় ওভারেই ভারত ১৭ রানে প্রথম দুই উইকেট হারিয়ে ফেলার পর। লডারহিলেই সিরিজের চতুর্থ ম্যাচে প্রথম উইকেটে ১৬৫ রানের জুটি গড়া যশস্বী জয়সোয়াল ও শুভমান গিল আজ বিচ্ছিন্ন হয়েছেন ৬ রানেই। ম্যাচের প্রথম ওভারে ৫ রান করা জয়সোয়াল ফিরতি ক্যাচ দিয়েছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে। নিজের দ্বিতীয় ওভারে সেই আকিল আর্ম বলে এলবিডব্লু করেন শুভমানকে।
দুই ওপেনার ও তিলকের বিদায়ের পর ভারতের হয়ে একাই লড়ে গেছেন সূর্যকুমার। সঞ্জু স্যামসন (৯ বলে ১৩), হার্দিক পান্ডিয়ারা (১৮ বলে ১৪) সুবিধা করতে না পারায় ভারতের সংগ্রহ বেশি দূর এগোয়নি।
১৯তম ওভারে হ্যাটট্রিকের সুযোগ হারানো ক্যারিবীয় পেসার রোমারিও শেফার্ড ৩১ রানে নিয়েছেন ৪ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তাঁর সেরা বোলিং। এবারের সিরিজটা শেফার্ড শেষ করলেন ৯ উইকেট নিয়ে। ভারতের বিপক্ষে যা এক টি-টোয়েন্টি সিরিজে যৌথ সর্বোচ্চ।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য ছুঁয়ে ফেলে ২ ওভার হাতে রেখেই। রান তাড়ায় দলটির জয়ের নায়ক ব্রেন্ডন কিং। ক্যারিবীয় ওপেনার ৮৫ রান করে অপরাজিত ছিলেন। তাঁর ৫৫ বলের ইনিংসটি সাজানো ৫ চার ও ৬ ছক্কায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কিংয়ের এটিই সর্বোচ্চ ইনিংস।
রান তাড়ায় শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। একটি করে ছক্কা ও চার মেরেই বিদায় নেন কাইল মেয়ার্স। ক্রিজে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তিনটি ছক্কা মেরে সুব বেঁধে দেন নিকোলাস পুরান। দারুণ সঙ্গত করেন কিং। শতরানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় ক্যারিবিয়ানরা। পুরানের বিদায়ে ভাঙে ১০৭ রানের জুটি। বিস্ফোরক বাঁহাতি ব্যাটসম্যান ৩৫ বলে চার ছক্কা ও এক চারে করেন ৪৭ রান।
ভারতের হয়ে উইকেট দুটি শিকার করেন আরশদীপ সিংহ ও তিলক ভার্মা।