মিরপুরে টাইগারদের হাতে বিশ্বকাপ ট্রফি
- Update Time : ০৩:০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / 164
স্পোর্টস ডেস্ক
পদ্মা সেতুতে ফটোসেশনের পর বিশ্বকাপের ট্রফি রাখা হয়েছে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। ক্রিকেটারদের ট্রফি দেখার সুবিধার্থেই হোম অব ক্রিকেটে এই আয়োজন।
বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বর্তমানে ঢাকা অবস্থান করছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। সোমবার পদ্মাসেতু ঘুরে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ট্রফিটি আনা হয়েছে। সকালের আনুষ্ঠানিক আয়োজনে সোনালী ট্রফিটি মুশফিকুর রহিমের হাতে স্টেডিয়ামের মঞ্চে উঠেছে।
মিরপুরে চলছে টাইগারদের এশিয়া কাপ প্রস্তুতি। সকালে ড্রেসিংরুম থেকে বিশ্বকাপের সোনালী ট্রফিটি হাতে নিয়ে প্রেসবক্স প্রান্তে থাকা মঞ্চের দিকে হাঁটতে হাঁটতে বের হন মুশফিক। সেখানে বিশ্বকাপের ট্রফি ছুঁয়ে দেখার ইচ্ছা নিয়ে ক্রিকেটারদের জটলা আগেই তৈরি হয়ে গেছে।
বিশ্বকাপ ট্রফির সাথে ছবি তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রিকেটারদের ছবি তোলার পর্ব শেষে ট্রফি নিয়ে যাওয়া হয় মাঠের মাঝখানে উইকেটের ওপর। ওখানে শুরুতে ফটো সেশন-ভিডিও করা হয় আইসিসির জন্য। পরে ছবি তোলেন মাঠকর্মীরাও।
মঙ্গলবার দুপুর পর্যন্ত মিরপুরেই থাকবে ট্রফি। সারাদিন এখানে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ থাকছে।
আইসিসি বিশ্বকাপের শিরোপা দেখার সুযোগ থাকছে সাধারণ মানুষের জন্যও। বুধবার ট্রফি রাখা হবে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরাও ছবি তুলতে পারবেন। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।