নারী ও পুরুষদের সমান প্রাইজমানি দেবে আইসিসি

  • Update Time : ০৮:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • / 144

স্পোর্টস ডেস্ক

নিজেদের যেকোনো টুর্নামেন্টে পুরুষ ও নারীদের সমান প্রাইজমানি দেয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই সিদ্ধান্তকে ক্রিকেট ইতিহাসের এক গুরুত্বপূর্ন ঘটনা হিসেবে উল্লেখ করে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, খেলার ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ন ঘটনা।

তিনি আরও বলেন, আমি আনন্দিত যে, আইসিসি বা বৈশ্বিক ইভেন্টে পুরুষ ও নারী ক্রিকেটাররা এখন থেকে সমানভাবে পুরস্কৃত হবে।

২০১৭ সাল থেকে অর্থ পুরস্কারের বাড়িয়ে আমরা সমান জায়গায় পৌঁছাতে চেয়েছি উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে আইসিসির নারী ক্রিকেট বিশ্বকাপ জয়ীরা পুরুষদের সমান অর্থ পাবে।

২০২২ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড পায় ১৬ লাখ ডলার, রানার্সআপ পাকিস্তন আট লাখ ডলার।

অন্যদিকে নারীদের বিশ্বকাপের ক্ষেত্রে এই অঙ্ক ছিল যথাক্রমে ১০ লাখ ও পাঁচ লাখ ডলার।

Tag :

Please Share This Post in Your Social Media


নারী ও পুরুষদের সমান প্রাইজমানি দেবে আইসিসি

Update Time : ০৮:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক

নিজেদের যেকোনো টুর্নামেন্টে পুরুষ ও নারীদের সমান প্রাইজমানি দেয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই সিদ্ধান্তকে ক্রিকেট ইতিহাসের এক গুরুত্বপূর্ন ঘটনা হিসেবে উল্লেখ করে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, খেলার ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ন ঘটনা।

তিনি আরও বলেন, আমি আনন্দিত যে, আইসিসি বা বৈশ্বিক ইভেন্টে পুরুষ ও নারী ক্রিকেটাররা এখন থেকে সমানভাবে পুরস্কৃত হবে।

২০১৭ সাল থেকে অর্থ পুরস্কারের বাড়িয়ে আমরা সমান জায়গায় পৌঁছাতে চেয়েছি উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে আইসিসির নারী ক্রিকেট বিশ্বকাপ জয়ীরা পুরুষদের সমান অর্থ পাবে।

২০২২ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড পায় ১৬ লাখ ডলার, রানার্সআপ পাকিস্তন আট লাখ ডলার।

অন্যদিকে নারীদের বিশ্বকাপের ক্ষেত্রে এই অঙ্ক ছিল যথাক্রমে ১০ লাখ ও পাঁচ লাখ ডলার।