এশিয়া কাপ: ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কাতে

  • Update Time : ১০:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / 194

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপ: ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কাতে
এশিয়া কাপ ক্রিকেট মানেই ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা। আসছে এশিয়া কাপের আসরে মুখোমুখি হবে চিরশত্রু দুই দেশ। তবে শঙ্কা জেগেছিলো পাকিস্তানের মাটিতে ভারতের খেলতে না চাওয়া। শেষ পর্যন্ত সেই সংকট কেটেছে। ভারত-পাকিস্তান ম্যাচটি হবে শ্রীলঙ্কাতে।

ভারতীয় বোর্ডের সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ পিসিবির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই এশিয়া কাপের সূচি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন আর কোন জল্পনা বা কল্পনার প্রয়োজন নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচটি হবে শ্রীলঙ্কাতে।

এসিসি প্রধান জয় শাহ পিসিবির প্রতিনিধি জাকা আশরাফের সঙ্গে কথা বলেই সূচি চূড়ান্ত করেন। সেই অনুযায়ী লিগ পর্বের চারটি ম্যাচ পাকিস্তানে হবে। তারপরে ভারত-পাকিস্তানের দুই ম্যাচসহ মোট ৯টি ম্যাচ শ্রীলঙ্কাতে হবে। ভারত-পাকিস্তান ফাইনাল হলেও সেটিতে শ্রীলঙ্কাতে হবে।

জয় শাহ জানান, ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাচ্ছে না। পাকিস্তান এশিয়া কাপের গ্রুপ পর্বের একটি ম্যাচই নিজেদের দেশে খেলবে। নেপালের বিরুদ্ধে সে ম্যাচে মুখোমুখি হবে বাবর আজমরা। তাছাড়া শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, আফগানিস্তান বনাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচ পাকিস্তানেই খেলা হবে।

৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ। সামনে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিতে চায় দেশগুলো। এবারে এশিয়া কাপে দেশগুলো হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল।

দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপ থেকে পয়েন্টের বিচারে প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সুপার ফোর স্টেজে উঠবে। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সঙ্গে নেপাল। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

Tag :

Please Share This Post in Your Social Media


এশিয়া কাপ: ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কাতে

Update Time : ১০:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপ: ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কাতে
এশিয়া কাপ ক্রিকেট মানেই ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা। আসছে এশিয়া কাপের আসরে মুখোমুখি হবে চিরশত্রু দুই দেশ। তবে শঙ্কা জেগেছিলো পাকিস্তানের মাটিতে ভারতের খেলতে না চাওয়া। শেষ পর্যন্ত সেই সংকট কেটেছে। ভারত-পাকিস্তান ম্যাচটি হবে শ্রীলঙ্কাতে।

ভারতীয় বোর্ডের সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ পিসিবির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই এশিয়া কাপের সূচি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন আর কোন জল্পনা বা কল্পনার প্রয়োজন নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচটি হবে শ্রীলঙ্কাতে।

এসিসি প্রধান জয় শাহ পিসিবির প্রতিনিধি জাকা আশরাফের সঙ্গে কথা বলেই সূচি চূড়ান্ত করেন। সেই অনুযায়ী লিগ পর্বের চারটি ম্যাচ পাকিস্তানে হবে। তারপরে ভারত-পাকিস্তানের দুই ম্যাচসহ মোট ৯টি ম্যাচ শ্রীলঙ্কাতে হবে। ভারত-পাকিস্তান ফাইনাল হলেও সেটিতে শ্রীলঙ্কাতে হবে।

জয় শাহ জানান, ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাচ্ছে না। পাকিস্তান এশিয়া কাপের গ্রুপ পর্বের একটি ম্যাচই নিজেদের দেশে খেলবে। নেপালের বিরুদ্ধে সে ম্যাচে মুখোমুখি হবে বাবর আজমরা। তাছাড়া শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, আফগানিস্তান বনাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচ পাকিস্তানেই খেলা হবে।

৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ। সামনে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিতে চায় দেশগুলো। এবারে এশিয়া কাপে দেশগুলো হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল।

দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপ থেকে পয়েন্টের বিচারে প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সুপার ফোর স্টেজে উঠবে। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সঙ্গে নেপাল। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।