বার্সার সঙ্গে চুক্তির সমঝোতা গুন্ডোগানের

  • Update Time : ০৫:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / 185

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটির কোচ হয়েই ইলকে গুন্ডোগানকে দলে ভেড়ান পেপ গার্দিওয়ালা। বায়ার্ন মিউনিখের কোচ থাকাকালীন খুব কাছ থেকে বরুশিয়া ডর্টমুন্ডে তার খেলা দেখেছেন পেপ। ডর্টমুন্ডকে লিগ জিততে সহায়তা করা ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা গুন্ডোগানকে চিনতে ভুল হয়নি তার।

ওই গুন্ডোগান সাত মৌসুম সিটিজেনদের জার্সিতে খেলেছেন। ম্যানসিটিকে একটার পর একটা লিগ জিততে সহায়তা করেছেন। অধিনায়কের আর্মব্যান্ড পরে প্রিমিয়ার লিগের দলটির ট্রেবল জয়ের আক্ষেপ মিটিয়েছেন। নিজেকে ম্যানসিটির কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

ওই গুন্ডোগান এবার বার্সেলোনায় যোগ দিচ্ছেন। ফ্রি এজেন্টে জার্মানির ৩২ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছে গেছে কাতালান ক্লাবটি। দ্রুই চুক্তির বাকি কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো।

বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তি করছেন গুন্ডোগান। ঐচ্ছিক এক বছর চুক্তি নবায়নের শর্তও থাকবে। তার সঙ্গে চুক্তির বিষয়ে লা লিগা কর্তৃপক্ষ সবুজ সংকেত দিয়েছে। অর্থাৎ তাকে নিবন্ধন করাতে ক্লাবটির কোন অসুবিধা নেই বলে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে।

সের্গিও বুসকেটস বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছেন। তার জায়গা পূরণ করতে গুন্ডোগান ক্যাম্প ন্যুতে আসছেন। এর বাইরে আরও একজন মিডফিল্ডার কেনার পরিকল্পনা আছে ক্লাবটির। সংবাদ মাধ্যম দাবি করেছে, ভিয়ারিয়ালের আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভান্নি লো চেলসো এবং জুভেন্টাসের ফ্রান্স মিডফিল্ডার আদ্রিয়েন র‌্যাবিয়টে চোখ রাখছে ক্লাবটি।

Tag :

Please Share This Post in Your Social Media


বার্সার সঙ্গে চুক্তির সমঝোতা গুন্ডোগানের

Update Time : ০৫:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটির কোচ হয়েই ইলকে গুন্ডোগানকে দলে ভেড়ান পেপ গার্দিওয়ালা। বায়ার্ন মিউনিখের কোচ থাকাকালীন খুব কাছ থেকে বরুশিয়া ডর্টমুন্ডে তার খেলা দেখেছেন পেপ। ডর্টমুন্ডকে লিগ জিততে সহায়তা করা ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা গুন্ডোগানকে চিনতে ভুল হয়নি তার।

ওই গুন্ডোগান সাত মৌসুম সিটিজেনদের জার্সিতে খেলেছেন। ম্যানসিটিকে একটার পর একটা লিগ জিততে সহায়তা করেছেন। অধিনায়কের আর্মব্যান্ড পরে প্রিমিয়ার লিগের দলটির ট্রেবল জয়ের আক্ষেপ মিটিয়েছেন। নিজেকে ম্যানসিটির কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

ওই গুন্ডোগান এবার বার্সেলোনায় যোগ দিচ্ছেন। ফ্রি এজেন্টে জার্মানির ৩২ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছে গেছে কাতালান ক্লাবটি। দ্রুই চুক্তির বাকি কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো।

বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তি করছেন গুন্ডোগান। ঐচ্ছিক এক বছর চুক্তি নবায়নের শর্তও থাকবে। তার সঙ্গে চুক্তির বিষয়ে লা লিগা কর্তৃপক্ষ সবুজ সংকেত দিয়েছে। অর্থাৎ তাকে নিবন্ধন করাতে ক্লাবটির কোন অসুবিধা নেই বলে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে।

সের্গিও বুসকেটস বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছেন। তার জায়গা পূরণ করতে গুন্ডোগান ক্যাম্প ন্যুতে আসছেন। এর বাইরে আরও একজন মিডফিল্ডার কেনার পরিকল্পনা আছে ক্লাবটির। সংবাদ মাধ্যম দাবি করেছে, ভিয়ারিয়ালের আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভান্নি লো চেলসো এবং জুভেন্টাসের ফ্রান্স মিডফিল্ডার আদ্রিয়েন র‌্যাবিয়টে চোখ রাখছে ক্লাবটি।