এমবাপ্পের জোড়া গোল, শিরোপার আরও কাছে পিএসজি

  • Update Time : ১০:১৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • / 122

স্পোর্টস ডেস্কঃ

ফ্রেঞ্চ লিগ ওয়ানে এমবাপ্পের জোড়া গোলে আজাকসিওকে ৫-০ গোলে উড়িয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়েছে পিএসজি।

ঘরের মাঠে ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য দেখায় ক্রিস্তফ গালতিয়ের দল।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসি তেমন কিছু করে দেখাতে না পারলেও জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপ্পে। ফাবিয়ান রুইস, আশরাফ হাকিমি ও এমবাপ্পের গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে লিড নেয় ফরাসি ক্লাবটি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলে আরও দুটি গোল পেয়েছে পিএসজি। একটি এমবাপ্পে ও অন্যটি আত্মঘাতি থেকে।

শেষ দিকে একজন কম নিয়ে খেলেছে দুই দলই। প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন হাকিমি। আর ভিএআরে মনিটরে দেখে আজাকসিওর মিডফিল্ডার রোমেন মাঙ্গানিকেও সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

বাকি সময়ে তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি কোনো দলই।

এই জয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল পিএসজি। ৩৫ ম্যাচে ২৬ জয় ও ৩ ড্রয়ে তাদের ৮১ পয়েন্ট। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লঁস।

Tag :

Please Share This Post in Your Social Media


এমবাপ্পের জোড়া গোল, শিরোপার আরও কাছে পিএসজি

Update Time : ১০:১৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩

স্পোর্টস ডেস্কঃ

ফ্রেঞ্চ লিগ ওয়ানে এমবাপ্পের জোড়া গোলে আজাকসিওকে ৫-০ গোলে উড়িয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়েছে পিএসজি।

ঘরের মাঠে ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য দেখায় ক্রিস্তফ গালতিয়ের দল।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসি তেমন কিছু করে দেখাতে না পারলেও জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপ্পে। ফাবিয়ান রুইস, আশরাফ হাকিমি ও এমবাপ্পের গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে লিড নেয় ফরাসি ক্লাবটি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলে আরও দুটি গোল পেয়েছে পিএসজি। একটি এমবাপ্পে ও অন্যটি আত্মঘাতি থেকে।

শেষ দিকে একজন কম নিয়ে খেলেছে দুই দলই। প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন হাকিমি। আর ভিএআরে মনিটরে দেখে আজাকসিওর মিডফিল্ডার রোমেন মাঙ্গানিকেও সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

বাকি সময়ে তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি কোনো দলই।

এই জয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল পিএসজি। ৩৫ ম্যাচে ২৬ জয় ও ৩ ড্রয়ে তাদের ৮১ পয়েন্ট। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লঁস।