পাঞ্জাবকে উড়িয়ে আইপিএলে হায়দরাবাদের প্রথম জয়

  • Update Time : ১১:২৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • / 138

ক্রীড়া ডেস্ক:

শিখর ধাওয়ানের পাঞ্জাবকে উড়িয়ে আইপিএলে প্রথম জয় পেল মার্করামের হায়দরাবাদ। চলতি আসরে এটাই প্রথম হার পাঞ্জাবের।

অপরদিকে ৮ উইকেটের এই জয়ে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসল হায়দরাবাদ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে পাঞ্জাব। পাঞ্জাব কিংসের হয়ে একাই লড়ে গেছেন শিখর ধাওয়ান। এক রানের জন্য তিনি পূর্ণ করতে পারেননি সেঞ্চুরি।

জবাব দিতে নেমে রাহুল ত্রিপাঠি ও এইডেন মার্করামের দারুণ ব্যাটিংয়ে ১৭ ওভার ১ বলেই জয় পায় হায়দরাবাদ।

প্রথম বলে প্রাবসিমরান সিংকে হারিয়ে শুরু হয় পাঞ্জাবের ইনিংস। অধিনায়ক শিখর ধাওয়ান একপ্রান্তে লড়তে থাকলেও অপরপ্রান্তে উইকেটের মিছিল শুরু হয়। দুই অঙ্কের ঘর স্পর্শ করা আরেক ব্যাটার ছিলেন স্যাম কারেন (২২)। লড়তে থাকা ধাওয়ান ফিফটি পূর্ণ করেন ৪২ বলে। তবে ৯৯ রানেই শেষ হয় তার ইনিংস। অপরাজিত এই ইনিংস তিনি সাজান ৫ ছক্কা ও ১২ চারে।

হায়দরাবাদের হয়ে দারুণ বোলিং করেন মায়াঙ্ক মারকান্দে। চার ওভার বল করে ১৫ রান খরচায় তিনি নেন ৪ উইকেট। জোড়া উইকেট নেন মার্কো ইয়ানসেন ও উমরান মালিক।

রান তাড়ায় খেলতে নেমে ধীরগতির শুরু করেন হায়দরাবাদের দুই ওপেনার হ্যারি ব্রুক ও মায়াঙ্ক আগারওয়াল। ব্রুক ১৩ রান করে বিদায়ের পর মায়াঙ্ক উইকেট হারান ২১ রান করে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি হায়দরাবাদকে।

ত্রিপাঠি ও মার্করামের শতরানের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন ত্রিপাঠি। মার্করাম করেন ২১ বলে অপরাজিত ৩৭ রান।

Tag :

Please Share This Post in Your Social Media


পাঞ্জাবকে উড়িয়ে আইপিএলে হায়দরাবাদের প্রথম জয়

Update Time : ১১:২৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

ক্রীড়া ডেস্ক:

শিখর ধাওয়ানের পাঞ্জাবকে উড়িয়ে আইপিএলে প্রথম জয় পেল মার্করামের হায়দরাবাদ। চলতি আসরে এটাই প্রথম হার পাঞ্জাবের।

অপরদিকে ৮ উইকেটের এই জয়ে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসল হায়দরাবাদ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে পাঞ্জাব। পাঞ্জাব কিংসের হয়ে একাই লড়ে গেছেন শিখর ধাওয়ান। এক রানের জন্য তিনি পূর্ণ করতে পারেননি সেঞ্চুরি।

জবাব দিতে নেমে রাহুল ত্রিপাঠি ও এইডেন মার্করামের দারুণ ব্যাটিংয়ে ১৭ ওভার ১ বলেই জয় পায় হায়দরাবাদ।

প্রথম বলে প্রাবসিমরান সিংকে হারিয়ে শুরু হয় পাঞ্জাবের ইনিংস। অধিনায়ক শিখর ধাওয়ান একপ্রান্তে লড়তে থাকলেও অপরপ্রান্তে উইকেটের মিছিল শুরু হয়। দুই অঙ্কের ঘর স্পর্শ করা আরেক ব্যাটার ছিলেন স্যাম কারেন (২২)। লড়তে থাকা ধাওয়ান ফিফটি পূর্ণ করেন ৪২ বলে। তবে ৯৯ রানেই শেষ হয় তার ইনিংস। অপরাজিত এই ইনিংস তিনি সাজান ৫ ছক্কা ও ১২ চারে।

হায়দরাবাদের হয়ে দারুণ বোলিং করেন মায়াঙ্ক মারকান্দে। চার ওভার বল করে ১৫ রান খরচায় তিনি নেন ৪ উইকেট। জোড়া উইকেট নেন মার্কো ইয়ানসেন ও উমরান মালিক।

রান তাড়ায় খেলতে নেমে ধীরগতির শুরু করেন হায়দরাবাদের দুই ওপেনার হ্যারি ব্রুক ও মায়াঙ্ক আগারওয়াল। ব্রুক ১৩ রান করে বিদায়ের পর মায়াঙ্ক উইকেট হারান ২১ রান করে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি হায়দরাবাদকে।

ত্রিপাঠি ও মার্করামের শতরানের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন ত্রিপাঠি। মার্করাম করেন ২১ বলে অপরাজিত ৩৭ রান।