অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের শুরু
- Update Time : ০৬:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / 190
স্পোর্টস ডেস্কঃ
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দেওয়া ১৩১ রানের টার্গেট দুই ওভার ও ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় দিশা বিশ্বাসের দল।
এদিন সাউথ আফ্রিকার বেনোনি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে ২২ রানেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অজিরা। চাপ সামলাতে গিয়ে ধীরে ব্যাট করতে থাকে ক্লাইরে মোর ও ইল্লা হ্যামিলটন। দলীয় ৯৮ রানে মোর ফিরেন ব্যক্তিগত ৫২ রানে। এই রান তুলতে তিনি খেলেন ৫১টি বল। এরপর আর চার রান করতে আরও দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। পরে শেষ দিকে কিছুটা দ্রুত ব্যাট চালিয়ে ৫ উইকেট খরচায় অস্ট্রেলিয়াকে ১৩০ রানের পুঁজি এনে দেন আমি স্মিথ ও অধিনায়ক রিস ম্যাককেনা।
জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরে যান মিষ্টি শাহা। তবে এরপর লড়াইয়ে মনোযোগী হয় বাংলাদেশ। আফিয়া প্রত্যাশাকে নিয়ে ইনিংস মেরামতের কাজ চালান উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার। এই দুজনের ওপর ভর করে ১০ ওভারে ৬৬ রান জমা করে বাংলাদেশ। ম্যাচ জিততে বাকি ১০ ওভারে প্রয়োজন আরও ৬৫ রান। তবে তা বেশ ভালোভাবেই পেরিয়ে যায় বাংলাদেশ। দিলারা ৪২ বলে ৪০ করে ফিরলে মাঠে নেমে দ্রুত রান তোলায় মনোযোগী হন স্বর্ণা। সুমাইয়ার ব্যাটও ছিল আগ্রাসী। এই দুজনের নৈপুণ্যে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর পুঁতে বাংলাদেশ।
স্বর্ণার ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২৩ রান। সুমাইয়া খেলে ২৫ বলে ৩১ রানের ইনিংস।
বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১৬ জানুয়ারি। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।