পেলের সঙ্গে মেয়ের আবেগঘন ছবি প্রকাশ

  • Update Time : ০১:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • / 172

স্পোর্টস ডেস্কঃ

চলতি নভেম্বরের শেষ দিকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন মেডিকেল সেন্টারে ভর্তি হওয়ার পর থেকে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের স্বাস্থ্য ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে মার্কা।

তার মেয়ে কেলি নাসিমেন্তো গত শুক্রবার (২৩ ডিসেম্বর) একটি আবেগঘন ছবি শেয়ার করেছেন। ছবিতে নাসিমেন্তোকে তার বাবাকে আলিঙ্গন করতে দেখা যাচ্ছে।

সেই ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘আমরা এখনও এখানে আছি, লড়াইয়ে এবং বিশ্বাসে। আরো এক রাত এক সঙ্গে।’

একাধিক প্রতিবেদনে ৮২ বছর বয়সী পেলে কোলন ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে যাওয়ার কাছাকাছি জানালেও নাসিমেন্তো এখনও বিশ্বাস করেন যে, তার বাবা সুস্থ হয়ে উঠবেন।

পেলের অবস্থার অবনতি হয়েছে এবং তিনি আর চিকিৎসায় বিপরীতে তেমন সাড়া দিচ্ছেন না বলে জানা গেছে। তাকে শুধুমাত্র নিঃশ্বাস নিতে এবং ব্যাথা প্রশমিত করতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইনস্টাগ্রামে পেলের সর্বশেষ মন্তব্য ছিল কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে।

তার মেয়ে আগেই নিশ্চিত করেছিল যে, পেলে পরিবারের সঙ্গে হাসপাতালে বড়দিনের ছুটি কাটাবেন।

সম্প্রতি, নাসিমেন্তো পেলের প্রতি চলমান সমর্থন এবং ভালবাসার জন্য তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা, বরাবরের মতো কৃতজ্ঞ। তার (পেলে) প্রতি আপনাদের ভালবাসা, আপনাদের প্রার্থনা আমাদেরকে ভীষণ সান্ত্বনা দেয়। এতে করে বুঝতে পারি আমরা একা নই।’

Tag :

Please Share This Post in Your Social Media


পেলের সঙ্গে মেয়ের আবেগঘন ছবি প্রকাশ

Update Time : ০১:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

স্পোর্টস ডেস্কঃ

চলতি নভেম্বরের শেষ দিকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন মেডিকেল সেন্টারে ভর্তি হওয়ার পর থেকে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের স্বাস্থ্য ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে মার্কা।

তার মেয়ে কেলি নাসিমেন্তো গত শুক্রবার (২৩ ডিসেম্বর) একটি আবেগঘন ছবি শেয়ার করেছেন। ছবিতে নাসিমেন্তোকে তার বাবাকে আলিঙ্গন করতে দেখা যাচ্ছে।

সেই ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘আমরা এখনও এখানে আছি, লড়াইয়ে এবং বিশ্বাসে। আরো এক রাত এক সঙ্গে।’

একাধিক প্রতিবেদনে ৮২ বছর বয়সী পেলে কোলন ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে যাওয়ার কাছাকাছি জানালেও নাসিমেন্তো এখনও বিশ্বাস করেন যে, তার বাবা সুস্থ হয়ে উঠবেন।

পেলের অবস্থার অবনতি হয়েছে এবং তিনি আর চিকিৎসায় বিপরীতে তেমন সাড়া দিচ্ছেন না বলে জানা গেছে। তাকে শুধুমাত্র নিঃশ্বাস নিতে এবং ব্যাথা প্রশমিত করতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইনস্টাগ্রামে পেলের সর্বশেষ মন্তব্য ছিল কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে।

তার মেয়ে আগেই নিশ্চিত করেছিল যে, পেলে পরিবারের সঙ্গে হাসপাতালে বড়দিনের ছুটি কাটাবেন।

সম্প্রতি, নাসিমেন্তো পেলের প্রতি চলমান সমর্থন এবং ভালবাসার জন্য তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা, বরাবরের মতো কৃতজ্ঞ। তার (পেলে) প্রতি আপনাদের ভালবাসা, আপনাদের প্রার্থনা আমাদেরকে ভীষণ সান্ত্বনা দেয়। এতে করে বুঝতে পারি আমরা একা নই।’