ডি পলকে নিয়েই আর্জেন্টিনার একাদশ ঘোষণা, ফের বেঞ্চে ডি মারিয়া

  • Update Time : ১২:১৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / 211

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খবর বেরিয়েছিল ইনজুরিতে ম্যাচ মিস করতে যাচ্ছেন ডি পল। কিন্তু সবাইকে চমকে দিয়ে তাকে নিয়েই একাদশ সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে ডি পল একাদশে জায়গা পেলেও আবারও বেঞ্চে বসেই ম্যাচ শুরু করবেন ডি মারিয়া।

অন্যদিকে শক্তিশালী দল নিয়েই আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে নেদারল্যান্ডস।

আর্জেন্টিনা একাদশ (ফরমেশন ৪-৩-৩): এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, মোলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, লিওনেল মেসি, আলভারেজ।

নেদারল্যান্ডস একাদশ (ফরমেশন ৩-৪-২-১): আন্দ্রেস নোপার্ট, ভিরজিল ফন ডাইক, নাথান একে, জুরিন টিম্বার, ফ্রাঙ্কি ডি ইয়ং, মার্টেন ডি রুন, বারুইন, ড্যালি ব্লিন্ড, ডেঞ্জেল ডাম্ফ্রিস, মেমপিস ডিপে, কোডি গাকপো।

কোচ: লুইস ফন গাল।

Tag :

Please Share This Post in Your Social Media


ডি পলকে নিয়েই আর্জেন্টিনার একাদশ ঘোষণা, ফের বেঞ্চে ডি মারিয়া

Update Time : ১২:১৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খবর বেরিয়েছিল ইনজুরিতে ম্যাচ মিস করতে যাচ্ছেন ডি পল। কিন্তু সবাইকে চমকে দিয়ে তাকে নিয়েই একাদশ সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে ডি পল একাদশে জায়গা পেলেও আবারও বেঞ্চে বসেই ম্যাচ শুরু করবেন ডি মারিয়া।

অন্যদিকে শক্তিশালী দল নিয়েই আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে নেদারল্যান্ডস।

আর্জেন্টিনা একাদশ (ফরমেশন ৪-৩-৩): এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, মোলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, লিওনেল মেসি, আলভারেজ।

নেদারল্যান্ডস একাদশ (ফরমেশন ৩-৪-২-১): আন্দ্রেস নোপার্ট, ভিরজিল ফন ডাইক, নাথান একে, জুরিন টিম্বার, ফ্রাঙ্কি ডি ইয়ং, মার্টেন ডি রুন, বারুইন, ড্যালি ব্লিন্ড, ডেঞ্জেল ডাম্ফ্রিস, মেমপিস ডিপে, কোডি গাকপো।

কোচ: লুইস ফন গাল।