বিশ্বকাপ ফুটবলে চলছে হাসি-কান্নার খেলা
- Update Time : ০১:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / 217
স্পোর্টস ডেস্কঃ
নকআউট পর্ব থেকেই বিশ্বকাপ ফুটবলে চলছে হাসি-কান্নার খেলা। একদল জিতে চলে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে, অন্যদল ব্যাগ গুছিয়ে বাড়ির পথে। ফুটবলারদেরও একই অবস্থা। জিরো থেকে কেউ হিরো হচ্ছেন, আবার কেউবা হিরো থেকে ভিলেন।
মেসি, নেইমার, রোনালদো, মদরিচ, হ্যাজার্ডদের ভিড়ে কাতারে তারকা হয়ে উঠছেন রামোস, ইয়াসিন, সাকা, স্টারলিংরাও।
সুপারস্টারদের ভিড়ে হঠাৎ তারকা হয়ে যাওয়ার মঞ্চই যেন বিশ্বকাপ। পর্তুগালের সুপারহিরো ক্রিস্টিয়ানো রোনালদোর বদলিতে নেমে তার প্রমাণ দিলেন গঞ্জালো রামোস। বিশ্বকাপে দলের প্রথম একাদশে প্রথমবার খেলতে নেমেই হ্যাটট্রিক পেলেন বেনফিকার এই ফরোয়ার্ড।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের অধিনায়ক বুসকেটস যখন টাইব্রকারে পেনাল্টি মিস করে ভিলেন বেশে মাঠ ছাড়েন, তখন সতীর্থদের কাঁধে চড়ে দর্শকদের অভিবাদন জানান মরক্কোর হিরো গোলরক্ষক ইয়াসিন বুনু।
স্পেনে জন্ম নেয়া ও রিয়াল মাদ্রিদে খেলা আশরাফ হাকিমি স্পেন যুবদলে ডাক পেয়েও সেখানে খেলেননি। খেলেছেন পূর্বপুরুষের দেশ মরক্কোর হয়ে। টাইব্রকারে জয়সূচক গোল করে দেশটিকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাস হয়ে গেলেন পিএসজির এই ডিফেন্ডারও।
কাতারে লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, গ্রিজম্যান, লুকা মদরিচ, হ্যারি কেইন, ইডেন হ্যাজার্ড, লুকাকুদের দিয়ে বিশ্বকাপ মঞ্চ সেজে ওঠে। তবে মাঠের খেলায় আলোচনায় চলে আসেন ব্রাজিলের রিচার্লিসন, ভিনুসিয়াস, আর্জেন্ট্রিনার ফার্নান্দেজ, ইংল্যান্ডের সাকা, স্টারলিং, ফ্রান্সের জিরুদ, নেদারল্যান্ডসের গাকপো ও মরক্কোর হাকিম জিয়াস।
অবশ্য স্টার হলেও সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে কোয়ার্টারে ওঠা পর্তুগালের অধিনায়ক রোনালদো এবং বিদায় নেওয়া বেলজিয়ামের অধিনায়ক হ্যাজার্ডকে। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ফুটবল থেকে বিদায় নিয়ে নিলেন ৩১ বছর বয়সী ইডেন হ্যাজার্ড।