মহারাজকে থামিয়ে তাইজুলের ৫

  • Update Time : ০৬:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • / 166

স্পোর্টস ডেস্কঃ

মহারাজেই মহা বিপদে পরার অবস্থা টাইগারদের। ডারবান টেস্টে মহারাজের স্পিনে বিভ্রান্ত হয়ে ৫৩ রানের লজ্জা পরে মুমিনুলরা। ২৭৪ রানের টার্গেট তাড়ায় ডারবানে বাংলাদেশ দল হারে ২২০ রানে।

পোর্ট এলিজাবেথ টেস্টেও মহারাজে মহাবিপদে বাংলাদেশ দল। আট নম্বর পজিশন ব্যাটিংয়ে নেমে দলের হয়ে সর্বোচ্চ রান করেন মহারাজ। প্রোটিয়া এই অলরাউন্ডারই বেশি ভুগিয়েছেন টাইগাদের। লোয়ারঅর্ডার এই ব্যাটার টেস্ট ম্যাচ খেলেছেন ওয়ানডের আদলে। ৯৫ বলে ৯টি চার আর তিন ছক্কায় ৮৪ রান করে তাইজুলের পঞ্চম শিকার হন।

মহারাজের আগে পোর্ট এলিজাবেথে তাইজুল শিকার করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার, কিগান পিটারসেন, রায়ান রিকটন ও ওয়েন মুল্ডারকে।

টেস্ট ক্যারিয়ারের ৩৬ ম্যাচে ৬১ ইনিংসে এনিয়ে ১০বার পাঁচ বা তার বেশি উইকেট শিকার করলেন তাইজুল। টেস্টে তার সেরা বোলিং ফিগার ৮/৩৯। ২০১৪ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬.৫ ওভারে ৭ মেইডেন দিয়ে ৩৯ রানে ৮ উইকেট শিকার করেছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


মহারাজকে থামিয়ে তাইজুলের ৫

Update Time : ০৬:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২

স্পোর্টস ডেস্কঃ

মহারাজেই মহা বিপদে পরার অবস্থা টাইগারদের। ডারবান টেস্টে মহারাজের স্পিনে বিভ্রান্ত হয়ে ৫৩ রানের লজ্জা পরে মুমিনুলরা। ২৭৪ রানের টার্গেট তাড়ায় ডারবানে বাংলাদেশ দল হারে ২২০ রানে।

পোর্ট এলিজাবেথ টেস্টেও মহারাজে মহাবিপদে বাংলাদেশ দল। আট নম্বর পজিশন ব্যাটিংয়ে নেমে দলের হয়ে সর্বোচ্চ রান করেন মহারাজ। প্রোটিয়া এই অলরাউন্ডারই বেশি ভুগিয়েছেন টাইগাদের। লোয়ারঅর্ডার এই ব্যাটার টেস্ট ম্যাচ খেলেছেন ওয়ানডের আদলে। ৯৫ বলে ৯টি চার আর তিন ছক্কায় ৮৪ রান করে তাইজুলের পঞ্চম শিকার হন।

মহারাজের আগে পোর্ট এলিজাবেথে তাইজুল শিকার করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার, কিগান পিটারসেন, রায়ান রিকটন ও ওয়েন মুল্ডারকে।

টেস্ট ক্যারিয়ারের ৩৬ ম্যাচে ৬১ ইনিংসে এনিয়ে ১০বার পাঁচ বা তার বেশি উইকেট শিকার করলেন তাইজুল। টেস্টে তার সেরা বোলিং ফিগার ৮/৩৯। ২০১৪ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬.৫ ওভারে ৭ মেইডেন দিয়ে ৩৯ রানে ৮ উইকেট শিকার করেছিলেন।