পরানপুর পূর্ব পাড়া তা’লিমুল কোরআন মাদ্রাসা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- Update Time : ১০:৫১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / 29
কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা জেলা বরুড়া উপজেলা ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রামে অবস্থিত পরানপুর পূর্ব পাড়া তা’লিমুল কোরআন মাদ্রাসা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশন (মেধা) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার (৯নভেম্বর) পরানপুর পূর্ব পাড়া তা’লিমুল কোরআন মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে ৫টি মাদ্রাসার ২৯০ জন শিক্ষার্থী। পরানপুর তা’লিমুল কোরআন মাদ্রাসা ১২২ জন শিক্ষার্থী, ইকরা ইসলামিয়া ৭৭ জন শিক্ষার্থী, ইকরা একাডেমি ৪৭ জন শিক্ষার্থী, গালিমপুর নূরানী কিনডার গার্ডেন ১৭ জন শিক্ষার্থী ও মাদ্রাসাতুন দাওয়াতুল কোরআন ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা শুরু হয় সকাল সকাল ১০-১২ টায় এবং ২টা থেকে ৪টায়। পরীক্ষা শেষ হয়। পরবর্তী ঘোষণা মাধ্যমে পরীক্ষা ফলাফল ঘোষণা করা হবে।
পরীর হল পরিদর্শন করেন পরানপুর পূর্ব পাড়া তা’লিমুল কোরআন মাদ্রাসার সভাপতি মো: সানাউল্লাহ, ভাউকসার ইউনিয়ন পরিষদের সদস্য মো: আসিক আলম, রাড়ী দাখিল মাদ্রাসার সুপার
মাওলানা আবদুল হালিম পাটোয়ারী, পরানপুর পূর্ব পাড়া তা’লিমুল কোরআন মাদ্রাসার সেক্রেটারি মো: মাসুদ আলম, মেসার্স আবদুল মালেক ট্রেডার্সের ম্যানেজার মো: জামাল হোসেন ও ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের কচুয়া শাখা অফিস ইনচার্জ মো: জসিম উদ্দিন প্রমুখ।