বান্দরবানে সাঙ্গু নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ
- Update Time : ০৯:৫৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / 24
বিপ্লব দাশ, বান্দরবান জেলা প্রতিনিধিঃ
সাঙ্গু নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ
বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে ফ্লেম খুমী (১৩) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ক্যাচিংঘাটা এলাকার সাঙ্গু নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ফ্লেম খুমী বান্দরবান ক্যাচিংঘাটা এলাকার বীর বাহাদুর স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ও রুমা উপজেলার বগালেক এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লেম খুমী সাঙ্গু নদীতে গোসল করতে গেলে সেখানে পানির স্রোতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সন্ধ্যায় অন্ধকারের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা যায়নি।
মানবাধিকার ও উন্নয়ন কর্মী লেলুং খুমী বলেন, বিকেল ৪টায় সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। ফায়ার সার্ভিসকে খবর দিতে দেরি ও সন্ধ্যা হওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আগামীকাল সকাল থেকে উদ্ধার কার্যক্রম চলবে।
বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুদসুদ্দী জানান, সন্ধ্যায় তারা নিখোঁজের খবর পান। তাদের দলে ডুবুরি না থাকায় এবং অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। আগামী সকালে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।