নওগাঁর রাণীনগরে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- Update Time : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / 51
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠন র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।
বিকাল ৪টায় উপজেলা সদরের বিএনপির মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা বাসট্যান্ড এলাকায় বিএনপির পার্টি অফিসের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, সাবেক সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শরিফ মাহমুদ সুহেল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি, উপজেলা জিয়া সাইভার ফোর্সের সভাপতি শামীম, উপজেলা তাঁতীদলের সভাপতি সাইফুল প্রমুখ।