বেনাপোলে ভোক্তা অধিদপ্তরের মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : ০৭:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / 5

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-“দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ সমূহ চিহ্নিত করন ও এ বিষয়ে করনীয় শীর্ষক” বেনাপোলে এক মতবিনিময় সভার আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন,শার্শা ও বেনাপোল পৌরসভা। গুরুত্বপূর্ণ এ সভায় অংশ নেন- বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানী কারক,পরিবহণ ব্যবসা সংশ্লিষ্ট ব্যবসায়ীবৃন্দ,স্থানীয় ক্যাব প্রতিনিধি এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

মঙ্গলবার(৫ নভেম্বর) বেলা ১১ টায় বেনাপোলের ঐতিহ্যবাহী পৌর কমিউনিটি সেন্টার(পৌর বিয়ে বাড়ী)  হলরুমে অনুষ্ঠিত ঐ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বানিজ্য মন্ত্রনালয়ের অধীন,    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা-পরিচালক-মোহাম্মদ আলীম আক্তার খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফকির মুহাম্মাদ মুনাওয়ার হোসেন(পরিচালক,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,বানিজ্য মন্ত্রনালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-মো.আজাহারুল ইসলাম(জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট,যশোর)। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন-কাজী নাজিব হাসান(নির্বাহী অফিসার,শার্শা,যশোর ও বেনাপোল পৌরসভার প্রশাসক)।

এ ছাড়াও বিশেষ অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন- মামুন কবির তরফদার(পরিচালক,ট্রাফিক, বেনাপোল স্থলবন্দর),নুসরাত ইয়াসমিন(সহকারী কমিশনার,ভূমি ও উপজেলা ম্যাজিষ্ট্রেট,শার্শা,যশোর ও বেনাপোল পৌরসভার নির্বাহী কর্মকর্তা)। শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমির আব্বাস ও বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া।

পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়। এরপর জুলাই/২০২৪ এ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালণ করা হয়।

স্বাগতিক বক্তব্য দেন-মো. সেলিম(উপ-পরিচালক,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,খুলনা)। 

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ সমূহ তুলে ধরে বক্তব্য দেন-স্যার,আব্দুল মান্নান(বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোল ও শার্শার ছাত্রদের প্রতিনিধি),মাওলানা আজিজুর রহমান(সদস্য,কেন্দ্রীয় কর্ম পরিষদ,জামায়াতে ইসলামী বাংলাদেশ),

মোস্তাফিজ্জোহা সেলিম(আহবায়ক,শার্শা উপজেলা যুবদল ও সাবেক ছাত্রদল সভাপতি,শার্শা),খালেদ মাহমুদ রনজু(সহ-সভাপতি,ক্যাব,শার্শা,যশোর),

মো.আবু তালেব(সভাপতি,বেনাপোল বাজার কমিটি),বকুল মাহবুব(সাংবাদিক),মো.রেজাউল করিম(রাজস্ব কর্মকর্তা,কাস্টমস),মো.মুজিবররহমান(সভাপতি,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন),আবু সাঈদ(সমন্বয়ক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,বেনাপোল) সহ বেনাপোলের সাধারণ ব্যবসায়ীবৃন্দ।

অনুষ্ঠানে উত্থাপিত দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ সমূহ নিরসনে বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধান অতিথি-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা-পরিচালক-মোহাম্মদ আলীম আক্তার খান।

সবশেষে সমাপনী বক্তব্য টানেন অনুষ্ঠানের সভাপতি-মো.আজাহারুল ইসলাম(জেলা প্রশাসক,যশোর)।

Tag :

Please Share This Post in Your Social Media


বেনাপোলে ভোক্তা অধিদপ্তরের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-“দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ সমূহ চিহ্নিত করন ও এ বিষয়ে করনীয় শীর্ষক” বেনাপোলে এক মতবিনিময় সভার আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন,শার্শা ও বেনাপোল পৌরসভা। গুরুত্বপূর্ণ এ সভায় অংশ নেন- বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানী কারক,পরিবহণ ব্যবসা সংশ্লিষ্ট ব্যবসায়ীবৃন্দ,স্থানীয় ক্যাব প্রতিনিধি এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

মঙ্গলবার(৫ নভেম্বর) বেলা ১১ টায় বেনাপোলের ঐতিহ্যবাহী পৌর কমিউনিটি সেন্টার(পৌর বিয়ে বাড়ী)  হলরুমে অনুষ্ঠিত ঐ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বানিজ্য মন্ত্রনালয়ের অধীন,    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা-পরিচালক-মোহাম্মদ আলীম আক্তার খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফকির মুহাম্মাদ মুনাওয়ার হোসেন(পরিচালক,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,বানিজ্য মন্ত্রনালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-মো.আজাহারুল ইসলাম(জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট,যশোর)। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন-কাজী নাজিব হাসান(নির্বাহী অফিসার,শার্শা,যশোর ও বেনাপোল পৌরসভার প্রশাসক)।

এ ছাড়াও বিশেষ অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন- মামুন কবির তরফদার(পরিচালক,ট্রাফিক, বেনাপোল স্থলবন্দর),নুসরাত ইয়াসমিন(সহকারী কমিশনার,ভূমি ও উপজেলা ম্যাজিষ্ট্রেট,শার্শা,যশোর ও বেনাপোল পৌরসভার নির্বাহী কর্মকর্তা)। শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমির আব্বাস ও বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া।

পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়। এরপর জুলাই/২০২৪ এ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালণ করা হয়।

স্বাগতিক বক্তব্য দেন-মো. সেলিম(উপ-পরিচালক,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,খুলনা)। 

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ সমূহ তুলে ধরে বক্তব্য দেন-স্যার,আব্দুল মান্নান(বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোল ও শার্শার ছাত্রদের প্রতিনিধি),মাওলানা আজিজুর রহমান(সদস্য,কেন্দ্রীয় কর্ম পরিষদ,জামায়াতে ইসলামী বাংলাদেশ),

মোস্তাফিজ্জোহা সেলিম(আহবায়ক,শার্শা উপজেলা যুবদল ও সাবেক ছাত্রদল সভাপতি,শার্শা),খালেদ মাহমুদ রনজু(সহ-সভাপতি,ক্যাব,শার্শা,যশোর),

মো.আবু তালেব(সভাপতি,বেনাপোল বাজার কমিটি),বকুল মাহবুব(সাংবাদিক),মো.রেজাউল করিম(রাজস্ব কর্মকর্তা,কাস্টমস),মো.মুজিবররহমান(সভাপতি,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন),আবু সাঈদ(সমন্বয়ক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,বেনাপোল) সহ বেনাপোলের সাধারণ ব্যবসায়ীবৃন্দ।

অনুষ্ঠানে উত্থাপিত দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ সমূহ নিরসনে বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধান অতিথি-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা-পরিচালক-মোহাম্মদ আলীম আক্তার খান।

সবশেষে সমাপনী বক্তব্য টানেন অনুষ্ঠানের সভাপতি-মো.আজাহারুল ইসলাম(জেলা প্রশাসক,যশোর)।