নওগাঁর রাণীনগরে ওলামাদের মানববন্ধন-প্রতিবাদ সভা
- Update Time : ০৫:৫৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / 39
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ধর্মীয় ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভন্ডপীরের আগমনের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করেছে উপজেলার ওলামারা। এমন কর্মসূচি পালন করে উপজেলার ধর্মপ্রাণ মুসলিম তৌহিদী জনতা ও ইমাম ওলামা মাসায়েখগণ। আগামী ৫ নভেম্বর উপজেলার চকাদিন শাহপাড়া গ্রামে ধর্মীয় ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভন্ডপীর ড. আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী ও নেছার উদ্দীনের আগমনের বিরুদ্ধে এমন মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে চকাদিন মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ্ব মো: আব্দুর রউফের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিম্বা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মো: আনোয়ার হোসেন, চকাদিন মাদ্রাসার শিক্ষক মুফতি আবু বক্কর সিদ্দিক, রাতোয়াল মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ্ব মাওলানা গোলাম মুর্তজা, মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা মোজাফ্ফর হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মাওলানা, ইমাম ও তৌহিদী জনতারা কর্মসূচিতে অংশ্রগহণ করেন।
এসময় বক্তারা বলেন দেশের কতিপয় নামধারী ভন্ডপীরদের কারণে আজ ইসলাম নামক শান্তির ধর্ম নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। এদের মধ্যে অন্যতম ভন্ডপীর হচ্ছেন ড. আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী ও নেছার উদ্দীন। এই উপজেলায় এমন ভন্ডপীরের আগমন ঘটলে ইসলাম নিয়ে নতুন বিতর্কের মাধ্যমে ওলামাদের সঙ্গে সাধারণ মুসলমানদের বিভেদের সৃষ্টি হবে। তাই এই উপজেলায় এমন ভন্ডপীরদের আগমন উপজেলাবাসী চান না। আমরা এমন বিতর্কিত ও ভন্ডপীরদের আগমন বন্ধ করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। যদি এই ভন্ডপীরদের আগমন বন্ধ করা না হয় তাহলে ওইদিন আমরা রাজপথে নেমে কঠোর আন্দোলন করতে বাধ্য হবো। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।#