চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৭ জেলে আটক

জেলা প্রতিনিধি, চাঁদপুর:
  • Update Time : ০৯:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / 28

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৭ জেলে আটক

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২৭ জেলেকে আটক করা হয়। শনিবার (২ নভেম্বর) বিকেলে পদ্মা-মেঘনার একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার বহরিয়া, আনন্দবাজার, সফরমালি বাজার, কানুদি ঘাট, লালপুর, আমিরাবাদ, রাজরাজেশ্বর এবং মতলব উত্তর উপজেলার চরউমেদ ও বড়চর এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ২৭ জেলেকে নৌকাসহ আটক করা হয়। তাদের মধ্যে ২০ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানার অফিসার বাদী হয়ে চাঁদপুর সদর থানায় এবং মোহনপুর নৌ ফাঁড়ির অফিসার বাদী হয়ে উত্তর মতলব থানায় মামলা করেছেন। বাকি সাতজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

অভিযানে দুই লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। যা নদীতে পাতা অবস্থায় এবং জেলেদের হেফাজতে থাকা নৌকা থেকে জব্দ করা হয়।

অভিযানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুর রহমান, চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলার মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন, সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ (পিপিএম), সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৭ জেলে আটক

Update Time : ০৯:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২৭ জেলেকে আটক করা হয়। শনিবার (২ নভেম্বর) বিকেলে পদ্মা-মেঘনার একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার বহরিয়া, আনন্দবাজার, সফরমালি বাজার, কানুদি ঘাট, লালপুর, আমিরাবাদ, রাজরাজেশ্বর এবং মতলব উত্তর উপজেলার চরউমেদ ও বড়চর এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ২৭ জেলেকে নৌকাসহ আটক করা হয়। তাদের মধ্যে ২০ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানার অফিসার বাদী হয়ে চাঁদপুর সদর থানায় এবং মোহনপুর নৌ ফাঁড়ির অফিসার বাদী হয়ে উত্তর মতলব থানায় মামলা করেছেন। বাকি সাতজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

অভিযানে দুই লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। যা নদীতে পাতা অবস্থায় এবং জেলেদের হেফাজতে থাকা নৌকা থেকে জব্দ করা হয়।

অভিযানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুর রহমান, চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলার মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন, সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ (পিপিএম), সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।