৪.৫৫৭ কেজি স্বর্ণ ও মাদক সহ ০৩ জন গ্রেফতার
- Update Time : ০৯:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / 39
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ-
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক ৪.৫৫৭ কেজি ওজনের ১৯ টি স্বর্ণের বার এর সাথে ০১ জন এবং মদ ও গাঁজার সাথে ০২ জন আসামীসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন- “দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে বেনাপোল সীমান্তে অবস্থিত আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়। এরই অংশ হিসেবে, অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক বেলা ১১টার দিকে যশোর হতে বেনাপোল গামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালানো কালে বাসের মধ্যে বসে থাকা সন্দেহভাজন ব্যাক্তি মাহফুজ মোল্লার উপর তল্লাশী চালানো হয়। তার কোমরে কালো কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯ টি (২৪ ক্যারেট) স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার ১৯ টি’র সর্বমোট ওজন ৪.৫৫৭ কেজি, যার সিজার মূল্য ৪,৬১,৬২,৪১০/-(চার কোটি একষট্টি লক্ষ বাষট্টি হাজার চারশত দশ টাকা)”।
“আসামী মাহফুজ মোল্লার বাড়ী নড়াইল জেলার লোহাগড়া থানার মঙ্গলপুর গ্রামে। তার পিতার নাম হাসমত উল্লাহ”।
এছাড়াও, “আমড়াখালী চেকপোস্ট কর্তৃক ইজিবাইক তল্লাশি করে ০২ কেজি গাঁজাসহ ০১ জন (মহিলা) আসামী এবং ১২ বোতল বিদেশী মদসহ ০১ জন ভারতীয় নাগরিক (আসামী) কে গ্রেফতার করা হয়”।
অপরদিকে, “কাশিপুর ও পাঁচপীরতলা বিওপি’র টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০০ বোতল ফেন্সিডিল ও ২৯ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়”।
আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে থানায় হস্তান্তর, মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা এবং স্বর্ণ ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।