ট্রেনে কাটা পড়ে বেনাপোলে ১ জনের মৃত্যু
- Update Time : ০২:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / 34
সাহিদুল ইসলাম শাহীনঃ
বেনাপোল রেল স্টেশন হতে প্রায় দুই কিলোমিটার দুরুত্বে বেনাপোল-যশোর রুটে কাগজপুকুর নামক স্থানে চলন্ত ট্রেনে কাটা পড়ে আঃ আজিজ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আজিজ বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মৃত হাসমত শেখের ছেলে।
দূর্ঘটনাস্থল ঘুরে জানা গেছে,নিহত আব্দুল আজিজ একজন শ্রবণ প্রতিবন্দি,ট্রেন সংলগ্ন তার বসতভিটা হওয়ায় প্রায়শই তিনি ট্রেন লাইনের উপর বসে সময় পার করতেন। প্রতিদিনকার ন্যায় সোমবার(১৯আগস্ট) সকালে তিনি বাসা থেকে বেরিয়ে ট্রেন লাইনের উপর বসে ছিলেন। সকাল ৯’১৫ মিনিটে বেনাপোল-মংলা রুটে চলাচলকারী “বেতনা এক্সপ্রেস” ট্রেনটি যশোর অভিমূখে রওয়ানা দিতে বেনাপোল স্টেশন ছেড়ে কাগজপুকুর রেল ক্রসিং সন্নিকটে এসে পৌছালে এ দূর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বেনাপোল রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ নজরুল ইসলাম জানান-“সোমবার সকাল ৯’১৫ মিনিটে বেনাপোল থেকে “বেতনা কমিউটর” ট্রেনটি (লোকাল) মংলার উদ্দেশ্যে ছেড়ে কাগজ পুকুর নামক স্থানে পৌছালে ট্রেনের উপর বসে থাকা আব্দুল আজিজ ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে বেনাপোল রেল স্টেশন পুলিশের একটি দল ঘটনাস্থল পৌছে মরদেহ উদ্ধার করে।
লাশের ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে ঐ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।