চাঁদপুরে সহিংসতা,গ্রেফতার ৪৮
- Update Time : ১১:২৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
- / 41
চাঁদপুর জেলা প্রতিনিধি:
চাঁদপুরে কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই সহিংসতার ঘটনায় চাঁদপুরের তিনটি থানায় বিশেষ ক্ষমতা, জনসাধারণকে হত্যার চেষ্টা ও বিস্ফোরক আইনে ৭টি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৪৮ জন আসামি। সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মো. মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, গত শুক্রবার (১৯ জুলাই) বিকেল থেকে দিনগত রাত ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের একাধিক স্থান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের শাহরাস্তি দোয়াভাঙ্গা, হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও টোরাগড় এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ আহত হন অর্ধশতাধিক ব্যক্তি। আন্দোলনকারীরা দুটি পিকআপ ভ্যান, একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি কাভার্ডভ্যান আগুনে পুড়িয়ে দেয়।
চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, সদর উপজেলায় সহিংসতার ঘটনায় দুটি মামলা হয়েছে। একটিতে ১৪ জনকে নামীয় এবং অপরটিতে অজ্ঞাতনামা বহু সংখ্যক আসামি করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, হাজীগঞ্জের একাধিক সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৪টি মামলা হয়েছে। এসব মামলায় ১৮২ জনকে নামীয় ও অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, শাহরাস্তির দোয়াভাঙ্গা সহিংসতার ঘটনায় একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা ৬০০ জনকে আসামি করা হয়েছে।
চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মো. মনিরুল ইসলাম বলেন, ২১ জুলাই থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সহিংসতার ঘটনায় ৭টি মামলা হয়েছে। এসব মামলায় চাঁদপুর সদর মডেল থানায় ১০ জন, হাজীগঞ্জ থানায় ১৬ জন, শাহরাস্তিতে ৭ জন, ফরিদগঞ্জে ৭ জন, মতলব উত্তরে ৫ জন ও মতলব দক্ষিণ থানায় ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।