কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

  • Update Time : ০৭:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / 47

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র সহ পাঁচজন সন্দেহভাজন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

রবিবার (২ জুন), দিবাগত রাত ২ টা নাগাদ কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড, কবিতা চত্ত্বরের পেছনে অবস্থিত হুদা কবিতা মঞ্চ এ অভিযানে তাদের আটক করে।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিবি-৩ এবং বান্দরবান ক্যাম্পের গোয়েন্দা দলের একটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করে। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত চক্রের সদস্যরা হাতিয়ার সহ পালানোর চেষ্টা করে। তবে র‍্যাব দল দ্রুতগতিতে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন: কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের হাজী পাড়ার মোঃ ফেরদৌস (৩৯), কক্সবাজার পৌরসভার কলাতলী আদর্শ গ্রাম এর মিজানুর রহমান (৩৪),দক্ষিণ ঘোনার পাড়ার মোঃ সোলাইমান বাচ্চু (৩১), মধ্যম নতুন বাহার ছড়ার মোঃ ইসমাইল প্রকাশ শতাব্দী (২৪) ও লাইট হাউজ এলাকার মোঃ ফয়সাল (২১)

গ্রেপ্তারকৃত ডাকাতদের থেকে ০২টি ধামা (কাটারি), ০১টি সেলাই রেঞ্জ, ০১টি ডুয়েল এলইডি টর্চ লাইট, ০১টি বড় ছুরি, ০১টি ১৫০ সিসি নম্বরবিহীন ফেজার মোটর সাইকেল, ০১টি ১৫৪ সিসি সুজুকি মোটর সাইকেল (যার রেজিঃ নং-চট্ট-মেট্রো-ল-১৫৭০১৮) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া অস্ত্র ব্যবহার করে ডাকাতির পরিকল্পনা করার জন্য গ্যাং সদস্যরা এই স্থানে জমায়িত হয়েছিল। এছাড়াও ইতিপূর্বে চক্রটি কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্র-শস্ত্রের ভয়-ভীতি প্রদর্শন করে ডাকাতি ও ছিনতাই এর মত নানাবিধ অপরাধের সাথে জড়িত ছিল।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কক্সবাজার সদর মডেল থানায় এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

Update Time : ০৭:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র সহ পাঁচজন সন্দেহভাজন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

রবিবার (২ জুন), দিবাগত রাত ২ টা নাগাদ কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড, কবিতা চত্ত্বরের পেছনে অবস্থিত হুদা কবিতা মঞ্চ এ অভিযানে তাদের আটক করে।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিবি-৩ এবং বান্দরবান ক্যাম্পের গোয়েন্দা দলের একটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করে। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত চক্রের সদস্যরা হাতিয়ার সহ পালানোর চেষ্টা করে। তবে র‍্যাব দল দ্রুতগতিতে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন: কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের হাজী পাড়ার মোঃ ফেরদৌস (৩৯), কক্সবাজার পৌরসভার কলাতলী আদর্শ গ্রাম এর মিজানুর রহমান (৩৪),দক্ষিণ ঘোনার পাড়ার মোঃ সোলাইমান বাচ্চু (৩১), মধ্যম নতুন বাহার ছড়ার মোঃ ইসমাইল প্রকাশ শতাব্দী (২৪) ও লাইট হাউজ এলাকার মোঃ ফয়সাল (২১)

গ্রেপ্তারকৃত ডাকাতদের থেকে ০২টি ধামা (কাটারি), ০১টি সেলাই রেঞ্জ, ০১টি ডুয়েল এলইডি টর্চ লাইট, ০১টি বড় ছুরি, ০১টি ১৫০ সিসি নম্বরবিহীন ফেজার মোটর সাইকেল, ০১টি ১৫৪ সিসি সুজুকি মোটর সাইকেল (যার রেজিঃ নং-চট্ট-মেট্রো-ল-১৫৭০১৮) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া অস্ত্র ব্যবহার করে ডাকাতির পরিকল্পনা করার জন্য গ্যাং সদস্যরা এই স্থানে জমায়িত হয়েছিল। এছাড়াও ইতিপূর্বে চক্রটি কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্র-শস্ত্রের ভয়-ভীতি প্রদর্শন করে ডাকাতি ও ছিনতাই এর মত নানাবিধ অপরাধের সাথে জড়িত ছিল।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কক্সবাজার সদর মডেল থানায় এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।