চৌহালীকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার প্রস্তুতিমূলক সভা

  • Update Time : ০৮:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • / 67

মোঃ ইমরুল হাসান চৌহালী
(সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হেকমত আলী’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, থানার ওসি শ্যামল কুমার দত্ত, উপজেলা প্রকৌশলী সেরাজুল ইসলাম, আ’লীগের সাবেক সভাপতি হজরত আলী মাষ্টার, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎ, চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, ইউপি চেয়ারম্যান রমজান আলী, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও আইসিটি অফিসার শম্পা কর্মকার প্রমুখ। এছাড়াও সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি মাহবুব হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্প হাতে নিয়েছেন।
তারাই ধারাবাহিকতায় চৌহালী উপজেলায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলশ্রুতিতে চৌহালী উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, উপকারভোগী আশ্রয়ণবাসী প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের ঠিকানা জমিসহ ঘর পেয়ে খুব খুশি। বর্তমান শেখ হাসিনার সরকার ভূমিহীন-গৃহহীন বান্ধব সরকার।

Tag :

Please Share This Post in Your Social Media


চৌহালীকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার প্রস্তুতিমূলক সভা

Update Time : ০৮:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

মোঃ ইমরুল হাসান চৌহালী
(সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হেকমত আলী’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, থানার ওসি শ্যামল কুমার দত্ত, উপজেলা প্রকৌশলী সেরাজুল ইসলাম, আ’লীগের সাবেক সভাপতি হজরত আলী মাষ্টার, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎ, চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, ইউপি চেয়ারম্যান রমজান আলী, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও আইসিটি অফিসার শম্পা কর্মকার প্রমুখ। এছাড়াও সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি মাহবুব হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্প হাতে নিয়েছেন।
তারাই ধারাবাহিকতায় চৌহালী উপজেলায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলশ্রুতিতে চৌহালী উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, উপকারভোগী আশ্রয়ণবাসী প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের ঠিকানা জমিসহ ঘর পেয়ে খুব খুশি। বর্তমান শেখ হাসিনার সরকার ভূমিহীন-গৃহহীন বান্ধব সরকার।