ক্রীড়াঙ্গনে শেখ হাসিনার অবদান অনস্বীকার্যঃ সুজিত রায় নন্দী
- Update Time : ০৭:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / 124
চাঁদপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং
কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াঙ্গনে যে অভাবনীয় উন্নয়ন ঘটিয়েছে তা অতুলনীয়। আওয়ামী লীগ সরকার সব সময় খেলাধুলাকে গুরুত্ব দেয়, কারণ এর মাধ্যমে তরুণ প্রজন্ম যেন যোগ্য হয়ে গড়ে উঠতে পারে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন কৃতি ফুটবলার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবলার হিসেবে ওয়ান্ডারার্স ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি হকি এবং ভলিবলও খেলতেন। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানও ছিলেন একজন সুনামধন্য ফুটবলার। তিনি গোপালগঞ্জ অফিসার্স ক্লাবের ফুটবল টিমের অধিনায়কও ছিলেন। ক্রীড়া সংগঠক হিসেবে তিনি ক্লাবটির সেক্রেটারির দায়িত্বও পালন করেন। বঙ্গবন্ধুর পুরো প্রজন্মই ক্রীড়াপ্রেমী।
শুক্রবার (৮ মার্চ) বিকালে চাঁদপুর কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাঃ বিঃ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করায় বিদ্যালয়ের খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধন করেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহ্ নেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম সরকার,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক মজুমদার, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান প্রমুখ।
কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হান্নান মিজির সভাপতিত্বে সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোঃ মহসীন।