মিয়ানমার থেকে গুলি এসে ভাঙলো অটোরিকশার গ্লাস

  • Update Time : ০৭:৪৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / 61

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের অভ্যন্তরে আবারও গোলাগুলি শুরু হয়েছে। একটি গুলি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে পড়েছে। গুলিতে সিএনজিচালিত একটি অটোরিকশার গ্লাস ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু এলাকার উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

অটোচালক মো. আবু তাহের জানান, তিনি তুমব্রু উত্তরপাড়ায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা যায়। কিছু বুঝার আগে সিএনজিতে একটি গুলি এসে পড়ে তার অটোতে। বড় ক্ষতি না হলেও গুলি লেগে সিএনজির সামনের বড় লুকিং গ্লাসটি ভেঙে গেছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য দিল মোহাম্মদ ভুট্রো বলেন, আজ দুপুরের দিকে আবারো মিয়ানমার সীমান্তে গোলাগুলির বিকট আওয়াজ শোনা যাচ্ছে। বিকালে একজন সিএনজি-অটোর ড্রাইভার আবু তাহেরের গাড়িতে গুলি এসে পড়ে। এতে সামনের গ্লাস ফেটে গেছে, তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, তুমব্রু এলাকায় গুলির আওয়াজ শোনা গেছে। তবে সিএনজি-অটোটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা নিশ্চিত নই। সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


মিয়ানমার থেকে গুলি এসে ভাঙলো অটোরিকশার গ্লাস

Update Time : ০৭:৪৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের অভ্যন্তরে আবারও গোলাগুলি শুরু হয়েছে। একটি গুলি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে পড়েছে। গুলিতে সিএনজিচালিত একটি অটোরিকশার গ্লাস ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু এলাকার উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

অটোচালক মো. আবু তাহের জানান, তিনি তুমব্রু উত্তরপাড়ায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা যায়। কিছু বুঝার আগে সিএনজিতে একটি গুলি এসে পড়ে তার অটোতে। বড় ক্ষতি না হলেও গুলি লেগে সিএনজির সামনের বড় লুকিং গ্লাসটি ভেঙে গেছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য দিল মোহাম্মদ ভুট্রো বলেন, আজ দুপুরের দিকে আবারো মিয়ানমার সীমান্তে গোলাগুলির বিকট আওয়াজ শোনা যাচ্ছে। বিকালে একজন সিএনজি-অটোর ড্রাইভার আবু তাহেরের গাড়িতে গুলি এসে পড়ে। এতে সামনের গ্লাস ফেটে গেছে, তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, তুমব্রু এলাকায় গুলির আওয়াজ শোনা গেছে। তবে সিএনজি-অটোটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা নিশ্চিত নই। সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে।