সুষ্ঠু নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাফর আলম

  • Update Time : ০৫:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • / 266

কক্সবাজার প্রতিনিধি :-

সুষ্ঠু নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে ভোট শেষ হওয়ার মাত্র ৫০ মিনিট পূর্বে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম। তার ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্টে লাইভে এসে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
জাফর আলম বলেন, সকাল থেকে সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হলেও দুপুরের পর থেকে
আমার কর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন এবং ভয়ভীতি প্রদর্শন করছেন।
তিনি আরো জানান, এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে মৌখিকভাবে অবহিত করেও কোনো সাড়া পাননি। এ কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টা ৫৫ মিনিটে স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের তার ব্যক্তিগত ফেইসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে কেন্দ্র দখল করে নেওয়ার অভিযোগ ও তার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদে ভোট বর্জন করেন।
স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ভিডিও বার্তায় আরো বলেন চকরিয়া পেকুয়া মানুষদের বিপদে ফেলতে চাই না বলে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তিনি চকরিয়া পেকুয়া মানুষের কাছ থেকে ক্ষমা ও চান জাফর আলম।
এদিকে চকরিয়া-পেকুয়া আসনে ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জাফর আলম ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।এরমধ্যে জাফর আলম নির্বাচন থেকে সরে যাওয়ায় পথ খুলে গেল ইবরাহিমের। এর আগে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত হন জাফর আলম। এবার তিনি নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এই আসনে নৌকা পান কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ। ঋণখেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল হয়। এরপর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কল্যাণ পার্টির পক্ষে কাজ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


সুষ্ঠু নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাফর আলম

Update Time : ০৫:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

কক্সবাজার প্রতিনিধি :-

সুষ্ঠু নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে ভোট শেষ হওয়ার মাত্র ৫০ মিনিট পূর্বে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম। তার ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্টে লাইভে এসে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
জাফর আলম বলেন, সকাল থেকে সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হলেও দুপুরের পর থেকে
আমার কর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন এবং ভয়ভীতি প্রদর্শন করছেন।
তিনি আরো জানান, এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে মৌখিকভাবে অবহিত করেও কোনো সাড়া পাননি। এ কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টা ৫৫ মিনিটে স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের তার ব্যক্তিগত ফেইসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে কেন্দ্র দখল করে নেওয়ার অভিযোগ ও তার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদে ভোট বর্জন করেন।
স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ভিডিও বার্তায় আরো বলেন চকরিয়া পেকুয়া মানুষদের বিপদে ফেলতে চাই না বলে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। তিনি চকরিয়া পেকুয়া মানুষের কাছ থেকে ক্ষমা ও চান জাফর আলম।
এদিকে চকরিয়া-পেকুয়া আসনে ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জাফর আলম ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।এরমধ্যে জাফর আলম নির্বাচন থেকে সরে যাওয়ায় পথ খুলে গেল ইবরাহিমের। এর আগে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত হন জাফর আলম। এবার তিনি নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এই আসনে নৌকা পান কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ। ঋণখেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল হয়। এরপর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কল্যাণ পার্টির পক্ষে কাজ করেন।