জাতীয় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার পেলেন পাঠাগার আন্দোলনের মুখপাত্র ইমাম হোসাইন

  • Update Time : ০২:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • / 473

সোহাইবুল ইসলাম সোহাগ –
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আন্তর্জাতিক সংস্থা VSO (Volunteer Service Overseas), VO ( Volunteer Opportunities) ও IDMVS,DU কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের সেমিনারে জাতীয় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার পেলেন ইমাম হোসাইন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল স্যার, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রুনাই এর হাইকমিশনার, ILO এর কান্ট্রি ডিরেক্টর, University of Professionalএর উপ-উপাচার্য, যুব উন্নয়ন অধিদপ্তর এর পরিচালক (প্রশাসন), UNDP এর প্রতিনিধি সহ আরো একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ। এতে সভাপতিত্ব করেন VSO Bangladesh এর কান্ট্রি ডিরেক্টর খাবিরুল ইসলাম কামাল। নেপথ্যে পরিশ্রম করেছেন প্রোগ্রাম ম্যানেজার শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সমগ্র দেশ হতে বিভিন্ন যুব সংগঠনের নির্বাচিত দেশসেরা তিন শতাধিক যুব সংগঠক উপস্থিত ছিলেন এবং Youth Action in Bangladesh & Climate change issues নিয়ে মতামত ব্যক্ত করেন নির্ধারিত প্যানেলিস্টদের সাথে।

অনুষ্ঠানে যুব ও সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ দেশসেরা ২০ জন যুব সংগঠক কে National Best Volunteers Award-2023 প্রদান করা হয়। এতে পাঠাগার আন্দোলন বাংলাদেশ ও যুব সংসদ বাংলাদেশ এর উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক মোঃ ইমাম হোসাইন কে নির্বাচিত শ্রেষ্ঠ যুব সংগঠক হিসাবে পুরস্কার প্রদান করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


জাতীয় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার পেলেন পাঠাগার আন্দোলনের মুখপাত্র ইমাম হোসাইন

Update Time : ০২:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

সোহাইবুল ইসলাম সোহাগ –
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আন্তর্জাতিক সংস্থা VSO (Volunteer Service Overseas), VO ( Volunteer Opportunities) ও IDMVS,DU কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের সেমিনারে জাতীয় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার পেলেন ইমাম হোসাইন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল স্যার, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রুনাই এর হাইকমিশনার, ILO এর কান্ট্রি ডিরেক্টর, University of Professionalএর উপ-উপাচার্য, যুব উন্নয়ন অধিদপ্তর এর পরিচালক (প্রশাসন), UNDP এর প্রতিনিধি সহ আরো একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ। এতে সভাপতিত্ব করেন VSO Bangladesh এর কান্ট্রি ডিরেক্টর খাবিরুল ইসলাম কামাল। নেপথ্যে পরিশ্রম করেছেন প্রোগ্রাম ম্যানেজার শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সমগ্র দেশ হতে বিভিন্ন যুব সংগঠনের নির্বাচিত দেশসেরা তিন শতাধিক যুব সংগঠক উপস্থিত ছিলেন এবং Youth Action in Bangladesh & Climate change issues নিয়ে মতামত ব্যক্ত করেন নির্ধারিত প্যানেলিস্টদের সাথে।

অনুষ্ঠানে যুব ও সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ দেশসেরা ২০ জন যুব সংগঠক কে National Best Volunteers Award-2023 প্রদান করা হয়। এতে পাঠাগার আন্দোলন বাংলাদেশ ও যুব সংসদ বাংলাদেশ এর উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক মোঃ ইমাম হোসাইন কে নির্বাচিত শ্রেষ্ঠ যুব সংগঠক হিসাবে পুরস্কার প্রদান করা হয়।